বেঙ্গালুরু, ৩ সেপ্টেম্বর: Toyota Car Sales Plunge 24 Per Cent: ভারতীয় বাজারে টোয়োটার (Toyota) বিক্রিতে ২৪% পতন। টয়োটা কিরলস্কার মোটর আগস্ট মাসে একটি রিপোর্ট বের করে। সেই রিপোর্টে জানানো হয়, মাসখানেক আগে অর্থনীতি মন্দা থাকায় আর্থিক ক্ষতি হয়েছে। টিকেএম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন. রাজা আজ জানান,'অনেক এলাকায় বন্যার জন্য ক্রেতার সংখ্যা কম হয়েছে।' গাড়ি শিল্পে প্রবল সংকট। এদিকে গাড়ি শিল্পে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে উৎপাদন কমানো, ব্যয় সংকোচের পথে হাঁটছে অধিকাংশ সংস্থা।
মুখ থুবড়ে পরে আছে গাড়ির ব্যবসা। টানা ন’মাস গাড়ির বিক্রি কমতে কমতে কার্যত তলানিতে এসে ঠেকেছে। নানা অফারের পাশাপাশি দাম কমিয়েও কার্যত বিক্রিতে গতি আসছে না। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, গোটা বিশ্বেই অর্থনীতিতে মন্দ গতি। তার প্রভাব পড়েছে ভারতেও। মানুষের ক্রয়ক্ষমতা কমছে। বিলাসিতার চেয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। আরও পড়ুন, ভারতকে মারতে দেড়শো-দুশো গ্রামের পরমাণু বোমা রয়েছে, হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
তিনি আরো বলেন, 'এইবছর আমরা ১১, ৫৪৪ টি গাড়ি বিক্রি করেছিলাম যেখানে গত বছর আগস্ট মাসে ১৪,৫৮১ টি গাড়ি বিক্রি হয়েছিল। সবমিলিয়ে প্রায় ২১% ঘাটতি হয়েছে। গ্ল্যানজার বিক্রিবাট্টা তও এবার মতের ওপর ভালোই ছিল। যা অর্থনৈতিক মন্দার বাজারেও কিছুটা আশা দেখিয়েছিল।
টোয়োটার কর্মকর্তারা মনে করছেন সামনে উৎসবের মরসুম আসছে, আসছে দীপাবলিও। এই সময় তাদের বিক্রিবাট্টা কিছুটা হলেও বাড়তে পারে। বাড়লে তারা একটু লাভের মুখ দেখতে পাবে।