ভারতকে মারতে দেড়শো-দুশো গ্রামের পরমাণু বোমা রয়েছে, হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
শেখ রশিদ আহমেদ, পাকিস্তানের রেলমন্ত্রী(Photo Credit: Twitter)

ইসলামাবাদ, ৩ সেপ্টেম্বর: পাকিস্তানের হাতে দেড়শো থেকে দুশো গ্রামের বেশ কয়েকটি পরমানু বোমা রয়েছে (125-250 gram atom bombs) এগুলো ভারতের কোনও একটি নির্দিষ্ট জায়গা লক্ষ্য করে আঘাত করলে বিপর্যয় নিশ্চিত। এদিকে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলে কিছুদিন আগেই বেশ বিপাকে পড়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেদেশের বিরোধী পিপিপি দলের প্রধান বিলাবল ভুট্টো পর্যন্ত ইমরানের এহেন বক্তব্যকে সমর্থন না করে বলেছিলেন, এবার আজাদ কাশ্মীর পাকিস্তানকে হারাতে হতে পারে। পরিস্থিতি বেগতিক দেখেই নিজের মন্তব্য ঘুরিয়ে দেন ইমরান, জানান, এখনই ভারতের বিরুদ্ধে পরমানু অস্ত্র তাক করছে না পাকিস্তান। সেই কথার রেশ মেটার আগেই ভারতে পরমাণু বোমা ফেলার ইচ্ছেটা প্রকাশ করেই ফেললেন পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রশিদ আহমেদ (Sheikh Rashid Ahmed)।

সোমবার নানাকানা সাহিবে একটি রেল স্টেশনের নির্মাণের তদারকিতে গিয়েছিলেন রশিদ আহমেদ। সেখানেই ভারতের প্রসঙ্গ উঠতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। রীতিমতো হুমকির সুরে বলেন, ‘আমাদের হাতে খুব ছোট আকারের কয়েকটি পরমাণু বোমা আছে। সেগুলি ভারতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটি যুদ্ধ আসন্ন। অক্টোবর কিংবা নভেম্বরেই যুদ্ধ লেগে যেতে পারে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করছেন, তাতে দুই দেশে পরমাণু যুদ্ধ বেধে যাওয়া অসম্ভব নয়। তাছাড়া পাকিস্তানের কাছে কয়েকটি দেড়শ-দুশো গ্রাম ওজনের পরমাণু বোমা আছে। যুদ্ধ বাধলে বোমাগুলি ভারতের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে।’ আরও পড়ুন-ভারত-পাকিস্তান যুদ্ধ অক্টোবরে পুরোদমে শুরু হবে, ভবিষ্যতবাণী পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আমেদের

তবে এখানেই শেষ নয়, একের পর এক হুমকি দিয়ে চলেন রশিদ আহমেদ। প্রধানমন্ত্রীকে (Prime Minister Narendra Modi) সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘দুই দেশের মধ্যে যদি যুদ্ধ বাধে, সেই হবে শেষ যুদ্ধ। পাকিস্তানকে যদি যুদ্ধ করতে বাধ্য করা হয়, ভারত ২২ টি টুকরোয় ভাগ হয়ে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে চুক্তিগুলি রয়েছে, সেগুলিও ইতিমধ্যে নাকচ হয়ে গিয়েছে। গত পাঁচ আগস্ট দিল্লি যখনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছে, তখন থেকেই ওইসব চুক্তির কোনও মূল্য নেই। ভারত দু’টি বড় ভুল করেছে। প্রথমত, পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের ধারণা ছিল, পাকিস্তান পরমাণু বোমা বিস্ফোরণ ঘটাতে পারবে না। দ্বিতীয়ত তারা ভেবেছিল, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলেও কোনও প্রতিক্রিয়া হবে না।’