একেবারে যেন ধরি মাছ, না ছুঁই পানি। একবারে অভিনব এক ধরনের ফ্লাইং বোট নিয়ে এল সুইডেনের এক কোম্পানি। এই ফ্লাইট বোট বা উড়ন্ত নৌকাটা জলের ওপর সরাসরি ভেসে না থেকে, তিনটি লোহার মত বিশেষ ধরনের জিনিসের মাধ্যমে এগিয়ে চলে। ক্যান্ডেলার নামের এক সুইডিশ কোম্পানি লঞ্চ করে ফ্লাইং বোট।
ইলেকট্রিক হাইড্রোফিল C-8 এয়ারক্রাফ্ট। ইলেকট্রিক ব্যাটারি চালিত নৌকা-বিমানটি সাধারণ বোটের চেয়ে ৮০ শতাংশ কম এনার্জিতে চলতে পারে। একেবারে অসাধারণ এক হাইড্রোফিল সিস্টেমের মাধ্যমে চলে এই ফ্লাইট বোট। জলের তরঙ্গ কম কাটায় সাধারণ বোটের থেকে অনেকটা দ্রুত যাতায়াত করে এটি। আরও পড়ুন-
দেখুন ভিডিয়ো
All-electric ‘flying’ boat aims for sustainability on the water #FutureBlink pic.twitter.com/75tf5WiLPI
— Mashable (@mashable) March 13, 2023
২৮ ফুটের ইলেকট্রিক ব্যাটারিতে চলা এই বুটটি একবার চার্জে ৫০ মাইল ছুটে পারে, এবং সর্বোচ্চ গতিবেগ ৩০ knots। এরকম অত্যাধুনিক একটা বোটের দামটা স্বাভাবিকভাবেই বেশী। ভারতীয় মুদ্রায় ফ্লাইং বোটটির দাম প্রায় ৩ কোটি টাকার মত (৩ লক্ষ ৩০ হাজার ইউরো)।