AI Minister Robot Diella. (Photo Credits:X)

AI Generated Minister: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট ঢুকে পড়ল ক্ষমতার অলিন্দও। বিশ্বের প্রথম দেশ হিসাবে তাদের সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রোবট ভার্টুয়াল মন্ত্রীকে অন্তর্ভুক্ত করল আলবেনিয়া। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা তার সমাজতান্ত্রিক পার্টির বৈঠকে ঘোষণা করেন নতুন এআই মন্ত্রীর নাম"ডিয়েলা" (Diella)। যার মানে আলবেনীয় ভাষায় সূর্য। এদি রামা তার রোবট মন্ত্রী ডিয়েলাকে বর্ণনা করেছেন বিশ্বের প্রথম "virtually created" সরকার সদস্য হিসেবে, যিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতায় পরিচালিত হবেন। গোটা বিশ্বকে পথ দেখাল দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত এই দেশ।

কী কাজ করবেন এআই মন্ত্রী?

ডিয়েলার দায়িত্ব মূলত সরকারি পাবলিক প্রোকিউরমেন্ট বা টেন্ডার প্রক্রিয়া দেখাশোনা করা। যেখানে সরকারি চুক্তি বেসরকারি কোম্পানিগুলিকে দেওয়া হয়, সেই সিদ্ধান্ত এখন থেকে নেবেন ডিয়েলা। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ডিয়েলার মাধ্যমে প্রতিটি টেন্ডার হবে "১০০ শতাংশ দুর্নীতিমুক্ত" এবং "পুরোপুরি স্বচ্ছ"।

দেখুন খবরটি

ডিয়েলার পরিচয়

ডিয়েলা প্রথম চালু হয়েছিল জানুয়ারি ২০২৫-এ, e-Albania প্ল্যাটফর্মে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাক পরা মহিলার মতো দেখতে এই এআই ইতিমধ্যেই ৩৬,৬০০-এর বেশি ডিজিটাল ডকুমেন্ট ইস্যু করেছে এবং প্রায় ১,০০০ পরিষেবা দিয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট

চলতি বছর মে মাসে চতুর্থবারের মতো জয়ী হয়েছে রামার সমাজতান্ত্রিক পার্টি। সেই প্রেক্ষাপটেই তার নতুন মন্ত্রিসভায় ডিয়েলার অন্তর্ভুক্তি। কয়েক দিনের মধ্যেই এই নতুন মন্ত্রিসভা আলবেনিয়ার সংসদে পেশ করবেন তিনি। আলবেনিয়ার পাবলিক প্রোকিউরমেন্ট বহু বছর ধরে দুর্নীতির কেন্দ্রবিন্দু। দেশটি আন্তর্জাতিক গ্যাংদের অর্থ পাচারের রুট হিসেবেও পরিচিত। দুর্নীতি সরকারের উচ্চস্তর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে, যা আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে বড় অন্তরায়। ২০২৫ থেকে ২০৩০-এর মধ্যে ইইউতে যোগদানের লক্ষ্য অর্জনে দুর্নীতি দমন এখন আলবেনিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সাধারণ মানুষ কী বলছেন

ডিয়েলার পদক্ষেপ নিয়ে দেশের অধিকাংশ মানুষই প্রশংসা করছে। প্রশংসা করে অনেকেই স্বাগত জানিয়েছেন এই নতুনত্বকে। তবে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা করছেন,"আলবেনিয়ায় ডিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হবে!"তবুও আলবেনিয়ার এই উদ্যোগকে বিশেষজ্ঞরা দেখছেন প্রশাসনে স্বচ্ছতা আনার এক অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে, যা ভবিষ্যতে অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে।