Tesla Layoff: টুইটারের পর ইলন মাস্কের নজরে টেসলা, নতুন বছরে ছাঁটাই হবে বহু কর্মী
Tesla Layoff (Photo Credits: Wikimedia Commons)

টুইটারের (Twitter) পর ইলন মাস্কের (Elon Musk) নজরে টেসলা (Tesla)। নতুন বছরে টেসলার বহু কর্মী হারাতে চলেছেন কর্মসংস্থান (Tesla Layoff)। টুইটারের দায়িত্ব নেওয়ার পর সংস্থার আর্থিক মন্দায় হ্রাস টানতে চলতি বছরে বহু কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Twitter CEO Elon Musk)। টুইটারে কর্মী ছাঁটাই নিয়ে বহু সমালোচনার মুখেও পড়তে হয়েছে মাস্ককে। টুইটার থেকে তাঁর পদত্যাগের দাবিও তুলতে থাকে নেটবাসী।  ২০২২ সালের কর্মী ছাঁটাইয়ের এক ঝলক

সমালোচনার মুখে এবার টেসলায় কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এসেছে। তবে কেবল কর্মী ছাঁটাই নয়। নতুন আর্থিক বছরে সংস্থায় বহু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টেসলা।

দেখুনঃ 

ফোর্বসে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী মাস থেকে শুরু হওয়া আর্থিক ত্রৈমাসিকে টেসলা পুরনো কর্মী ছাঁটাই এবং নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার ১০% কর্মী ছাঁটাই করা হবে বলেই জানা গিয়েছে। ডিসেম্বরের শুরুতে শেয়ার মার্কেটে টেসলার স্টক ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে টেসলার স্টক গত দুই বছরে সর্বনিম্ন দাঁড়িয়েছে। সংস্থার আর্থিক মন্দা রুখতেই বড় সিদ্ধান্ত নিয়েছেন টেসলার কর্নধর ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)।