সান ফ্রান্সিস্কো, ১৪ ডিসেম্বর: ফেসবুকের (Facebook) সম্পত্তি চুরি (Theft)। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এটাই ঘটনা। সত্যিই চুরি হয়েছে। এনক্রিপ্ট (Unencrypted) না করা কয়েকটা হার্ডড্রাইভ (hard drive) চুরি হয়েছে। এই হার্ডড্রাইভগুলিতে ২৯,০০০ ফেসবুক কর্মচারীর ডেটা সংরক্ষণ করা ছিল। সংস্থার এক কর্মীর গাড়ি থেকে ওই হার্ডড্রাইভগুলি চুরি হয়েছে। হার্ডড্রাইভে হাজার হাজার কর্মী সম্পর্কিত তথ্য রয়েছে, যাদের ২০১৮ সালে নিযোগ করা হয়েছিল। ওই হার্ডড্রাইভে রয়েছে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কর্মীর নাম, তাঁদের সামাজিক সুরক্ষা নম্বরের শেষ চারটি সংখ্যা, তাঁদের বেতন, বোনাস এবং ইক্যুইটি সম্পর্কিত বিশদ তথ্য। ফেসবুক শুক্রবার সকালে ইমেলের মাধ্যমে চুরির বিষয়টি তার কর্মীদের জানিয়েছে।
যদিও জানা যাচ্ছে, চুরি হওয়া হার্ডড্রাইভগুলিতে কোনও ফেসবুক ব্যবহারকারীর ডেটা থাকে না। তবুও এই ঘটনা ব্যক্তিগত ডেটার বিষয়ে ফেসবুকের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে আগেও ফেসবুকের দিকে অভিযোগে আঙুল উঠেছে। সম্প্রতি আবারও ওঠে। আরও পড়ুন: WhatsApp: ‘কল ওয়েটিং' ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
জানা যাচ্ছে, ১৭ নভেম্বর ওই চুরি হয়েছে। তারপর প্রায় একমাস বাদে কর্মচারীদের এবিষয়ে জানাল ফেসবুক। একটি অভ্যন্তরীণ ইমেল থেকে জানা গেছে, ২০ নভেম্বর হার্ডড্রাইভ চুরির ব্যাপারে জানতে পারে ফেসবুক। আর ২৯ নভেম্বর জানতে পারে যে ওই ড্রাইভগুলিতে কর্মীদের তথ্য রয়েছে। সংস্থাটি এখন চুরি হওয়া হার্ড ড্রাইভগুলি পুনরুদ্ধার করতে পুলিশের সঙ্গে কাজ করছে। ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, "আমরা মারধর বা নিগ্রহের কোনও প্রমাণ পাইনি। আমরা বিশ্বাস করি যে এটি সাধারণ চুরির ঘটনা। কর্মীদের তথ্য পাওয়ার চেষ্টার জন্য চুরি নয়।"
এদিকে অনেকগুলি প্রশের মুখে পড়েছে ফেসবুক। হার্ডড্রাইভগুলি কেন প্রথমেই অফিসে রাখা হয়নি? সে বিষয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া একজন কর্মীর পক্ষে অফিসেপ সম্পত্তি বাইরে নিয়ে যাওয়ার কথা নয়। এটি অত্যন্ত ভয়াবহর বিষয় যে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ রয়েছে এমন হার্ডড্রাইভগুলি এনক্রিপ্ট করা হয়নি।