দেশজুড়ে ৫জি ট্রায়ালের (5G Trial) অনুমোদন দিল ভারতীয় টেলিযোগাযোগ ও ভারত সরকার। অনুমোদন দেওয়া হয়েছে দেশের প্রায় সমস্ত টেলিকম সরবরাহকারীদেরই। এদের মধ্যে রয়েছে-ভারতী এয়ারটেল লিমিটেড, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, ভোডাফোন আইডিয়া লিমিটেড এবং এমটিএনএল। ৫জি ট্রায়ালের আবেদন এই সংস্থাগুলি আগেই করেছিল।

টেলিকম সংস্থাগুলি এরিকসন, নোকিয়া, স্যামসাং এবং সি-ডট মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে জোট বেঁধেছে। এছাড়াও, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড-র (Jio Infocom Ltd.) নিজস্ব মোবাইলেও ট্রায়াল পরিচালনা করা হবে। এই টেলিকম সংস্থা এবং প্রযুক্তি সরবরাহকারীদের একসঙ্গে জোট বেঁধে ৫জি ট্রায়ালের অনুমোদন দেয় ভারতীয় টেলিযোগাযোগ। আরও পড়ুন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, আক্রান্ত গোটা পরিবার

ট্রায়ালে মূলত দেশজুড়ে প্রতিটি রাজ্যের গ্রামাঞ্চল এবং মফস্বলগুলিতে কতটা কার্যকর করা যায় তা দেখা হবে। শহরগুলোতেও পরীক্ষা করে দেখা হবে। যার জন্য বসানো হবে ৫জি টাওয়ারও।