নতুন দিল্লি, ২৫ অগাস্ট: আগামী ১২ অক্টোবরের মধ্যে দেশে ফাইভ জি পরিষেবা (5G Service) চালু হয়ে যাবে বলে আজ জানিয়েছেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union IT minister Ashwini Vaishnaw)। মন্ত্রী বলেন, "আমরা দ্রুত ফাইভ জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছি, টেলিকম অপারেটররা সেই বিষয়ে কাজ করছে এবং ইনস্টলেশন করা হচ্ছে। আশা করি ১২ অক্টোবরের মধ্যে পরিষেবা চালু করা যাবে। তারপরে আরও বৃদ্ধি পাবে।" টেলিকম বিভাগ (DoT) ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে ভারতের ১৩টি শহর প্রথম পর্যায়ে উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পাবে।
প্রথম ফাইভ জি পরিষেবা চালু করা হবে- আমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুমবাই এবং পুনেতে। টেলিকম বিভাগ ইতিমধ্যেই অপারেটরদের থেকে ১৭ হাজার ৮৭৬ কোটি টাকা পেমেন্ট পেয়ে গিয়েছে। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, আদানি ডেটা নেটওয়ার্কস এবং ভোডাফোন আইডিয়া সাম্প্রতিক নিলামে ফাইভ জি স্পেকট্রাম জিতেছে। ইতিমধ্যেই অপারেটরদের স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট লেটার জারি করা হয়েছে। এর মানে হল যে অপারেটররা প্রস্তুত হয়ে গেলে পরিষেবাটি চালু করতে পারে। আরও পড়ুন: Apple iPhone First-Generation 2007: ২৮ লাখে নিলাম হল প্রথম জেনারেশনের অ্যাপেল আইফোন ২০০৭
Delhi | We are planning to roll out 5G services rapidly, telecom operators are working in that regard & installations are being done. Hopefully, we should be launching 5G services by October 12 & then would further scale up in cities & towns: Union IT minister Ashwini Vaishnaw pic.twitter.com/2TmiFc9xbG
— ANI (@ANI) August 25, 2022
এর আগে জানা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট ফাইভ জি পরিষেবাটি চালু করবেন। কিন্তু অপারেটরদের আরও কিছু সময়ের প্রয়োজন হওয়াতে পরিকল্পনাটি স্থগিত করা হয়েছিল।