Yuvraj Singh: টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং-কে সাত ঘণ্টার দীর্ঘ জেরা চালল ইডি (ED)। ক্রিকেট বেটিং অ্যাপে (Betting app case )অর্থ পাচার কাণ্ডে মঙ্গলবার রাতে ইডি-র সদর দফতর থেকে সাত ঘণ্টার দীর্ঘ জেরা শেষে বেরতে দেখা যায় বিশ্বকাপজয়ী যুবরাজকেও। ইডি কর্তারা, যুবরাজের কাছে বেশ কয়েক দফায় 1xBet অনলাইন বেটিং অ্যাপে যুবির প্রচারে ভূমিকার কথা জানতে চান। সূত্রের খবর বেটিং অ্যাপটির প্রচার করার জন্য চুক্তির কাগজপত্রও যুবরাজের থেকে দেখতে চান ইডি কর্তারা।
সুরেশ রায়না, শিখর ধাওয়ান, হরভজন সিংকেও ইডি তলব করা হয়েছে
যুবরাজের আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা রবীন উথাপ্পাও ইডি জেরার সামনে পড়েন। সুরেশ রায়না, শিখর ধাওয়ান, হরভজন সিংকেও এই মামলায় তলব করেছে ইডি। টলিউড তারকা মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরাকেও এই ক্রিকেট বেটিং অ্য়াপে প্রতার করা নিয়ে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ছাড়াও বলিউড তারকা সোনু সুদ, উর্বশী রাউতেলা, বাহুবলী খ্যাত রানা ডাগ্গুবাতি, প্রকাশ রাজ, দক্ষিণের তারকা বিজয় দেওড়াকোন্ডাকেও 1xbet অ্যাপের তদন্তে তলব ও জেরা করে ইডি।
দেখুন জেরা শেষে বের হলেন যুবি
STORY | ED questions Yuvraj Singh for over 7 hours in betting app case
The Enforcement Directorate (ED) on Tuesday questioned former Indian cricketer Yuvraj Singh for more than seven hours in a money-laundering case linked to an online betting app named 1xBet.
READ:… pic.twitter.com/hWt06mXHOi
— Press Trust of India (@PTI_News) September 23, 2025
ইডির জেরায় কী বললেন যুবরাজ
যুবরাজ সিংয়ের মত দিল্লির ইডির সদর দফতরে মিমি-কেও দীর্ঘ ৭ ঘণ্টা জেরা করেছিল ইডি। যুবরাজের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি শুধুই বিতর্কিত বেটিং অ্যাপটির ব্র্যান্ড এনডোর্সমেন্ট সংক্রান্ত প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, নাকি অ্যাপের মাধ্যমে হওয়া কোনও বেআইনি আর্থিক লেনদেনেও জড়িত ছিলেন? যুবি জানান, তিনি শুধুই অর্থের বিনিময়ে পণ্যের বিজ্ঞাপন করেন।