Yusuf Pathan: সন্ত্রাসবাদের প্রত্যক্ষ মদতদাতা ও পহেলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে হতে চলা ম্যাচ বয়কট করলেন ভারতের তিন অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটার। বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটারদের নিয়ে হওয়া দেশভিত্তিক টুর্নামেন্ট 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস' ( World Championship of Legends 2025)-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে না খেলার সিদ্ধান্ত নিলেন ইরফান পাঠান (Irfan Patahn), ইউসুফ পাঠান (Yusuf) ও হরভজন সিং (Harbhajan Singh)। রবিবার এজবাস্টনে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস'-এ মুখোমুখি হবে ভারতের প্রাক্তন (India Champions) ও পাকিস্তানের প্রাক্তনরা (Pakistan Champions)। অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি হবে দুই দেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্তনদের এই ম্যাচে ইউসুফ পাঠানের খেলা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল। প্রসঙ্গত, ইউসুফ পাঠান হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ আর হরভজন সিং আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। তাঁরা এই টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না, তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি খেলবেন।
যুবরাজ সিংয়ের নেতৃত্বে নামছে ভারতের প্রাক্তনরা
যুবরাজ সিংয়ের নেতৃত্বে প্রাক্তনদের নিয়ে গড়া 'ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স' দল এই টুর্নামেন্টে নামতে চলেছে। ভারতীয় চ্যাম্পিয়ন্স দলে আছেন শিখর ধাওয়ান, রবীন উথাপ্পা, আম্বাতি রায়াড়ু, সুরেশ রায়নার মত তারকারা। সেখানে 'পাকিস্তানের চ্যাম্পিয়ন্স' দলে আছেন শাহিদ আফ্রিদি, শোয়েব মালিক, ইউনিস খানের মত প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানকে নেতৃত্ব দেবেন মহম্মদ হাফিজ।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাঠান ব্রাদার্স ও ভাজ্জির
🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨
Harbhajan Singh, Yusuf Pathan, and Irfan Pathan have pulled out of the upcoming WCL clash against Pakistan on Sunday. #WCL2025 #INDvPAK #Cricket #Sportskeeda pic.twitter.com/LDiWuzImYo
— Sportskeeda (@Sportskeeda) July 19, 2025
ভারত, পাকিস্তান ছাড়াও খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ
প্রসঙ্গত, এবারের 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস' টুর্নামেন্টে মোট ৬টি দেশের প্রাক্তনরা অংশ নিচ্ছেন- ভারত, পাকিস্তান ছাড়াও খেলছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। গতকাল, শুক্রবার থেকে ইংল্য়ান্ডে শুরু হয় প্রাক্তন তারকাদের নিয়ে হওয়া এই টুর্নামেন্টটি। প্রথম ম্যাচে পাকিস্তানের প্রাক্তনরা ৫ রানে হারিয়েছিল ইংল্যান্ডের প্রাক্তনদের। আজ, শনিবার খেলছে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ ও এবি ডেলিভিয়ার্সের দক্ষিণ আফ্রিকা।