গত রবিবার অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছেন। আর তাই আগামী মাসে চিনে হতে চলা এশিয়ান গেমসে তিনি অংশ নিতে পারবেন না বলে জানালেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Wrestler Vinesh Phogat)। বৃহস্পতিবার মুম্বইয়ে ভিনেশের হাঁটুতে অস্ত্রপচার করা হবে। ভিনেশকে নেতৃত্বে রেখে হাংঝাউ এশিয়ান গেমসের ১৮ জনের দল ঘোষণা করেছিল ভারতীয় কুস্তি ফেডারেশন। ট্রায়াল ছাড়াই ভিনেশ ও বজরং পুনিয়াদের এশিয়ান গেমসের দলে রাখা হয়েছিল। কারণ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করায় ট্রায়ালে নামার প্রস্তুতির সময় তাঁরা পাননি।
বিজেপি সাংসদ তথা কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা কাণ্ডে সরব ভিনেশ আগে জানিয়েছিলেন, বিচার না পাওয়া পর্যন্ত দেশের হয়ে নামবেন। পরে অবশ্য ভিনেশরা দেশের হয়ে খেলতে রাজি হন। জাকার্তায় আয়োজিত গত এশিয়ান গেমসে কুস্তিতে সোনা জিতেছিলেন ভিনেশ। ৫৩ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ভিনেশের পরিবর্তে এশিয়ান গেমসে খেলতে চলেছেন অন্তিম পোঙ্গহাল। ৫৩ কেজির ট্রায়ালে জয়ী ১৯ বছরের অন্তিমকে স্ট্য়ান্ড বাই হিসেবে রাখা হয়েছিল। ভিনেশের মত এবার এশিয়াডে দেখা যাবে না অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিককে। ব্রিজভূষণ ইস্যুতে কুস্তিগীরদের আন্দোলনের মুখ হলেন সাক্ষী।
দেখুন টুইট
Wrestler Vinesh Phogat says she won't compete at the Asian Games due to a knee injury she suffered on August 13.#AsianGames2023
— Press Trust of India (@PTI_News) August 15, 2023
তবে ভিনেশ না খেললেও ব্রিজভূষণ ইস্যুতে সরব বজরং পুনিয়া চিনে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছেন। বজরং পুনিয়ার পাশাপাশি এবার এশিয়ান গেমসের কুস্তিতে ভারতকে প্রতিনিধিত্ব করছেন দীপক পুনিয়া, সোনম মালিক, অমন শেরওয়াতরা। তবে ট্রায়ালে হারায় এশিয়াডে দেখা যাবে না রবি দাহিয়া, সারিত মোর, অনশু মালিকদের মত তারকা কুস্তিগীরদের। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউ শহরে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।