প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মহিলাদের ক্রিকেটে একেবারে অপরাজেয় অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার মেয়েদের অনুর্ধ্ব ১৯ দলকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারিয়ে চমকে দিল বাংলাদেশ (Bangladesh Women Cricket)। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অস্ট্রেলিয়া অনুর্ধ্ব ১৯ দলকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল করেছিল ৫ উইকেটে ১৩০ রান। ক্লেরি মোর ৫২ রানের দুরন্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যায় বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ওপেনার মিষ্টি শাহহা। কিন্তু এরপর আফিফা প্রতেষ্টা (২৪) ও দিলারা আকতের (৪০) ভাল পার্টনারশিপ করেন।

আফিফা ও দিলারা পরপর আউট হয়ে যান। ১ উইকেটে ৬৬ থেকে ৭১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে শর্না আকতের ও সুমাইয়া আকতের চতুর্থ উইকেটে ৪২ বলে ৬১ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ করে দলকে স্মরণীয় জয় এনে দেন।  শর্না ২৩ রানে ও সুমাইয়া ৩১ রানে অপরাজিত থাকেন। ১২ বল বাকি থাকতে ৭ উইকেটে জেতে বাংলাদেশ। দিশা বিশ্বাসের নেতৃত্বে নেমে জিতল বাংলাদেশের মহিলা অনুর্ধ্ব ১৯ দল।

দেখুন টুইট

১৬টি দেশকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে মেয়েদের প্রথম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আমেরিকা। আজ,শনিবার রাতে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল নামছে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারত, দক্ষিণ আফ্রিকার গ্রুপে আছে স্কটল্যান্ড ও ইউএই।