Chinnaswamy Stadium (Photo Credit: RCBOfficial/ X)

Chinnaswamy Stadium: আইপিএলে আরসিবি (RCB) চ্যাম্পিয়ন হওয়ার পর সংবর্ধনা অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুকাণ্ডের জের। আগামী মাস থেকে শুরু হতে চলা মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ সরে গেল বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। নিরাপত্তা সংক্রান্ত জটিলতা সহ আরও বেশ কিছু বিষয়ের জন্য বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হল মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের (ICC Women's ODI World Cup 2025) সবকটি ম্যাচ। এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল উদ্বোধনী খেলা, ফাইনাল সহ মোট চারটি ম্যাচ। তার পরিবর্তে ফাইনাল সহ (পাকিস্তান না উঠলে) চিন্নাস্বামীতে হওয়ার কথা থাকা ম্যাচগুলি আয়োজিত হবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

ফাইনাল সহ মোট চারটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে

আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে ম্যাচ দিয়ে মহিলাদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্য়াচটি সহ সূচিতে থাকা বেঙ্গালুরুর সব কটি ম্যাচ হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ, ফাইনাল (পাকিস্তান না উঠলে) ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৬ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ ম্যাচটিও হবে নবি মুম্বইয়ে। পাকিস্তান না উঠলে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটি হবে নবি মুম্বইয়ে, ২ নভেম্বর। পাকিস্তাম ফাইনাল হলে ফাইনাল হবে কলম্বোয়। কারণ পাকিস্তান ভারতে বিশ্বকাপে দল পাঠাতে রাজি হয়নি। তাই পাকিস্তান এবার মহিলাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোয়। নবি মুম্বইয়ের পাশাপাশি বিশাখাপত্তনাম, ইন্দোর, গুয়াহাটি ও কলম্বোয় হবে মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ম্য়াচগুলি।

দেখুন খবরটি

কী কারণে সরানো হল বিশ্বকাপের ম্য়াচ

গত ২৫ জুন আইপিএলে খেতাব জয়ের উদযাপনের সময় পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু এখনও আদালতে তদন্তাধীন রয়েছে। এই কারণে কর্ণাটক রাজ্য সরকার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি আদালত। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ও এখনও নিশ্চিত হতে পারেনি বোর্ডও।

নবি মুম্বইয়ের বিশ্বকাপ সূচি

বেঙ্গালুরুতে থেকে সরিয়ে নবি মুম্বইয়ে হবে মহিলাদের বিশ্বকাপের যেসব ম্যাচগুলি

১) উদ্বোধনী ম্যাচ- ৩০ সেপ্টেম্বর- ভারত বনাম শ্রীলঙ্কা

২) লিগের ম্যাচ- ৩ অক্টোবর- ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

৩) লিগের ম্যাচে- ২৬ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ

৪) ফাইনাল- ২ নভেম্বর- পাকিস্তান না উঠলে-