প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(File Photo)

দিল্লি, ১০ জুলাই: সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার ভারতের মাত্র ১৮ রানে সমস্ত উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেল টিম ইন্ডিয়া। সেই সঙ্গেই শেষ হয়ে গেল এবারের বিশ্বকাপে ভারতীয়দের স্বপ্ন উড়ান। তবে হারতে হারতেও ম্যাচের শেষভাগে যে খেল দেখালেন ধোনি তার তারিফ করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি টুইট বার্তায় বলেছেন, “হতাশার ম্যাচ হলেও যুদ্ধ করে হেরেছে টিম ইন্ডিয়া। এটাই তো আসল বিষয়। গোটা টুর্নামেন্টেই সুন্দর জয়, নান্দনিক ক্রিকেট, হাড্ডাহাড্ডি লড়াই বিনোদনের সমস্ত সাধই মিটিয়েছে ভারতীয় দল। যে জন্য আমরা গর্বিত। হারা জেতা তো জীবনের অংশ, তবে আগামীর জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা।” আরও পড়ুন-ICC World Cup 2019: জাদেজার হিরোয়িক-ধোনির শেষবেলার চেষ্টাতেও স্বপ্নভঙ্গ ভারতের, সেমিতে কিউইদের কাছে ১৮ রানে হেরে বিদায় বিরাট কোহলিদের

২৪০ রান তাড়া করতে নেমে ২২১ রান তুলে শেষ হল বিরাট কোহলিদের চলতি বিশ্বকাপ অভিযান। ৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ হেরে বসেছিল ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজা (৫৯ বলে ৭২) অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জিতিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু জাড্ডু আউট হতেই সব শেষ হয়ে যায়।৬ উইকেটে ৯২ রান থেকে ষষ্ঠ উইকেটে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন ধোনি-জাদেজা। কিন্তু শেষরক্ষা হল না। রোহিত-বিরাটদের খারাপ ব্যাটিংয়ের সঙ্গে ধোনির ধীরগতির ইনিংসও ম্যাচ হারের পিছনে বড় কারণ হয়ে দেখা দিল।বিশ্বকাপ ফাইনালে ওঠার লক্ষ্যে ২৪০ রান তাড়া করতে নেমে ম্যানচেস্টারে মহা সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। মাত্র ৫ রানের মধ্যে টপ থ্রি-কে হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা (১), বিরাট কোহলি (১), লোকেশ রাহুল (১)-তিন ফর্মে থাকা ব্যাটসম্যানই প্যাভিলিয়নে ফিরে যান। এরপর দীনেশ কার্তিক (৬) ও বেশিক্ষণ টেকেননি।

অন্যদিকে, গতবারের মত এবারও লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েও, সেমিফাইনালে হেরে বিদায় নিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে ফেভারিট হয়ে নেমে, লিগ পর্যায়ে পারফেক্ট ক্রিকেট খেলেও নক আউটে হেরে বিদায় নিল বিরাট কোহলির দল। বিশ্বজয়ের স্বপ্ন এবার আর পূর্ণ হল না কোহলির। ফের চার বছর অপেক্ষা করতে হবে বিরাটকে। ১৯৮৩-তে লর্ডসে কপিল দেবদের মত ফাইনালে খেলার স্বপ্নপূরণ হল না ওয়ানডে-তে আইসিসি ক্রম পর্যায়ে শীর্ষস্থানে থাকা দেশের।