Argentina vs Brazil, Copa America 2021 Final: কখন, কীভাবে, কোথায় সরাসরি দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

রিও ডি জেনিরো, ১০ জুলাই: রাত ফুরোলেই ফুটবল বিশ্বের মেগা ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। ফুটবল বিশ্বে এর চেয়ে বড় ম্যাচ আর হয় কি? লাতিন আমেরিকার সেরা হওয়ার লড়াইয়ে পেলের দেশ খেলবে মারাদোনার দেশের বিরুদ্ধে। মেসি বনাম নেইমার ফাইনাল ঘিরে উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব। করোনা বিশ্বে এই ফাইনাল নিয়ে আসছে জীবনে ফেরার অক্সিজেন। আরও পড়ুন: মেসি, নেইমারদের বেগ দেওয়া কলম্বিয়াই কোপায় 'থার্ড বয়'

চলতি কোপায় ব্রাজিল, আ্জেন্টিনা দুটো দলই প্রায় একই ধরনের ফর্মে আছে। সেমিফাইনালে ব্রাজিল নির্ধারিত সময়ে জিতলেও, ফাইনালে উঠতে মেসিদের কলম্বিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিততে হয়েছে। তবে পেরুর বিরুদ্ধে নেইমারদেরও যথেষ্ট বেগ পেতে হয়েছিল।

আসুন দেখে নেওয়া যাক কখন, কীভাবে, কোথায় সরাসরি দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

কোপা আমেরিকায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি ভারতীয় সময় কখন শুরু হবে

ভারতীয় সময় ১১ জুলাই, রবিবার সকাল সাড়ে ৫টা থেকে সরাসরি দেখা যাবে এই খেলা।

কোথায় হবে এই ফাইনাল

ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ১৯৫০ বিশ্বকাপের ফাইনাল এই মারাকানাতেই হয়েছিল।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ফাইনাল ম্যাচ

অনলাইন বা ইন্টারনেট কীভাবে সরাসরি দেখা যাবে এই ফাইনাল ম্যাচ

সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। জিও টিভি অ্যাপেও সরাসরি দেখা যাবে এই খেলা।