রিও ডি জেনিরো, ১০ জুলাই: কোপা আমেরিকা ২০২১ (Copa America 2021)-এ তৃতীয় স্থানে শেষ করল কলম্বিয়া (Colombia)। ইউরো কাপে না থাকলেও বিশ্বকাপের মত কোপা আমেরিকায় সেমিফাইনালে দুই পরাজিত দলকে নিয়ে হয়, তৃতীয় স্থান-নির্ধারক ম্যাচ। সেই ম্যাচে পেরু (Peru)কে টানটান ম্যাচে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল কলম্বিয়ায যে কলম্বিয়া মেসিদের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটা টাইব্রেকার অবধি টেনে নিয়ে গিয়েছেল আর গ্রুপ লিগে নেইমারদের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিল। আরও পড়ুন: নতুন লুকে ভাইরাল মহেন্দ্র সিং ধোনি, দেখুন ছবি
তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারক ম্যাচটা যতটা বর্ণহীন হয়, আজ সকালে হওয়া কোপায় সেই ম্যাচটা বেশ টানটান হল। পাঁচ গোলের থ্রিলারে পেরুকে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লুই দিয়াজের গোলে হারাল কলম্বিয়া। ম্যাচে দুটি গোলে দিয়াজ দলকে সান্তনার তৃতীয় স্থান এনে দিলেন। ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনালে দারুণ লড়াই করা পেরু যথাসাধ্য চেষ্টা করেছিল। ম্যাচের প্রথম গোলটা পেরুই করেছিল।
¡DESCOMUNAL! Luis Díaz metió un golazo tremendo para la victoria final de @FCFSeleccionCol sobre @SeleccionPeru por 3 a 2
🇨🇴 Colombia 🆚 Perú 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/ypwrWsK2Ad
— Copa América (@CopaAmerica) July 10, 2021
ম্যাচের ৪৯ মিনিটে কলম্বিয়ার হুয়ান কুয়ার্দো দলকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ৬৬ মিনিটে লুইস দিয়াজ কলম্বিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। পেরুর লাপাদুলা ৮২ মিনিটে দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। গত কোপার রানার্স পেরু এবার চতুর্থ স্থানে থাকল।