Australia Test Team (Photo Credit: Cricket Australia/ X)

ICC WTC Final 2025: মঙ্গলবার, ১১ জুন থেকে লর্ডস শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্টের খেতাব জয়ের সামনে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সেখানে দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ট্রফি জয়ের সামনে তেম্বা বাভুমা-র দক্ষিণ আফ্রিকা। এই ফাইনালের আগে একটা প্রশ্ন করছেন- টেস্টটা যদি ড্র হয়ে যায় তাহলে কী হবে। টেস্টে ড্র-য়ের সম্ভাবনা অনেকটাই থাকে। বৃষ্টির কারণে সময় নষ্ট হয়ে, দুটি দল ডিফেন্সিভ খেললে ম্যাচ ড্র হতেই পারে। আগে বলে নেওয়া যাক, বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে কিন্তু একটা দিন রিজার্ভ থাকে। মানে বৃষ্টির কারণে বা আলো কমের জন্য খেলার সময় নষ্ট হলে এবং এর ফলে পাঁচদিনে খেলার নিষ্পত্তি না হলে, সেটা রিজার্ভ ডে বা ষষ্ঠ দিনে খেলা গড়াতে পারে। ২০২১ সালের ১৮ জুন থেকে শুরু হওয়া প্রথম বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালটি হয়েছিল সাউদাম্পটনে, ভারত বনাম নিউ জিল্যান্ডের মধ্য়ে। সেই ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হওয়ায় ষষ্ঠ দিনে গড়িয়েছিল ম্যাচ। ফাইনাল টেস্টের ষষ্ঠ দিনে ভারতকে ৮ উইকেটে হারিয়ে কাপ জিতেছিল কিউইরা।

তবে বৃষ্টি বা অন্য কারণে শুধু সময় নষ্ট হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রিজার্ভ ডে, ষষ্ঠ দিনে গড়াবে। প্রতি দিন যদি ৯০ ওভার বা তার কাছাকাছি খেলা হয়, আর ম্য়াচ স্বাভাবিকভাবেই ড্র হয়, তাহলে রিজার্ভ ডে-তে গড়াবে না ম্য়াচ। বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট ২০২৫-এর ফাইনাল। আর তাতে রিজার্ভ ডে হবে সোমবার। ম্যাচ ড্র হলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-দুটি দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউ জিল্যান্ড, ২০২৩ সালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। দুটির ফাইনালে খেলেছিল টিম ইন্ডিয়া। আরও পড়ুন- ক্লাসেন থেকে পুরান, কেন তারকা ক্রিকেটারদের দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনালে দুই দলের প্রথম একাদশ--

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, ক্য়ামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বেবু ওয়েবস্টার, আলেক্স কারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জোস হ্য়াজেলউড, নাথান লিঁয়।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: আইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুলডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কেইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনগিদি লুঙ্গি।