জামাইকা, ১৬ অগাস্ট: রবিবার রাতে সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ- পাকিস্তান টেস্টের প্রথম ম্যাচের চতুর্থ দিনে টানটান উত্তেজনা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ১৬৮ রান করতে হবে এমন শর্তে নেমে ওয়েস্ট ইন্ডিজ জিতল ১ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেট পড়েছিল ১৫১ রানে। তার মানে জিততে হলে ক্যারিবিয়ানদের শেষ উইকেটে করতে হত ১৭ রান। একাদশতম ব্যাটসম্যান জেইডেন সেলেসকে সঙ্গে নিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন কেমার রোচ (৩০ অপরাজিত)।

১১৪ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। জেরমাইন ব্ল্যাকউড (৫৫) ছাড়া আর কেউই পাক পেসারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি। সেখান থেকে প্রথম জোসুয়া ডিসিলভা (১৩), পরে কেমার রোচ দারুণ লড়াই করে দলকে ম্যাচ ও সিরিজ জেতান। পাকিস্তানের পেসার শাহিদ আফ্রিদি ৫০ রানে ৪ উইকেট নিয়ে আগুন ঝরানো স্পেল করলেও শেষ অবধি পাকিস্তানকে হারতে হল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ছিল ৩৬ রানের। সেটাই জয়-পরাজয়ে বড় ভূমিকা নিল।

দু ম্যাচের এই টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ২০ অগাস্ট থেকে কিংস্টনেই।

পাকিস্তান: ২১৭, ২০৩

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৩, ১৬৮/৯

ম্যাচের ফল- ও.ইন্ডিজ ১ উইকেটে জয়ী

ম্যাচের সেরা- জেইডন সেলেস (দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট)