মাঠ ছেড়ে ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer) তখন ড্রেসিংরুমের (Dressing Room) দিকে আসছেন। ইন্দোরে হোলকার স্টেডিয়ামে ততক্ষণে বাংলাদেশকে (Bangladesh) হারিয়ে দিয়েছে কোহলির টিম। এদিকে ম্যাচ জয়ের পর বিরাটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পূজা শর্মা (Puja Sharma) নামে বিরাটের 'বিশেষ' ভক্ত (Special Fan)। প্লেয়াররা এক এক করে প্রবেশ করার একেবারে শেষে ঘরে ঢুকলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। আর আসা মাত্রই হাঁটু গেড়ে বসে পড়লেন ২৪ বছরের ভক্তের সামনে। ভক্তের টুপিতে অটোগ্রাফও (Autograph) দিয়ে ফেললেন সানন্দে। গতকাল শনিবার ড্রেসিংরুমের এই পুরো ঘটনা ভিডিও হয়ে ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
গতকাল ভারত-বাংলাদেশ ম্যাচ (India-Bangladesh Match) চলাকালীন সটান মাঠে ঢুকে বিরাট কোহলির (Virat Kohli) কাছে চলে এসেছিলেন পূজা। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া স্বত্বেও তাঁকে ঢুকতে কোন রকম বেগ পেতে হয়নি। অটোগ্রাফের সঙ্গে সঙ্গে ভক্তকে জাদু কী ঝপ্পিও দেন বিরাট। এই ভিডিও দেখার পর অনেকেই বলছেন, 'বিরাট মনের মানুষ ভারতীয় অধিনায়ক।' কেউ আবার বলছেন, 'যত যাই হয়ে যাক, ভক্তকে সময় দেবেনই বিরাট।' আরও পড়ুন: India-Bangladesh Day-Night Test: ইডেনে দিন-রাতের টেস্ট, কবে থেকে দেওয়া হবে মেম্বারশিপ টিকিট?
Fan moment for 24 yrs old, Pooja Sharma. I don't know her myself but the Authorities at Holkar stadium, Indore were kind enough and allowed her to meet Virat ❤ @ViratGang @ViratFanTeam@ViratKohliFC @viratliciousFC#INDvBAN pic.twitter.com/80T0O0vDRZ
— Akanksha Patodi (@akanksha_patodi) November 16, 2019
অন্যদিকে, নিরাপত্তা বেষ্টনী (Boundary Wall) টপকে সোজা মাঠে ঢুকে পড়েন আরও এক সমর্থক। পরনে তাঁর জামা নেই। বাদামি চুল। পিছনে কেবল লেখা, 'ভিকে'। মাঠজুড়ে তখন অন্য উন্মাদনা, যার কেন্দ্রে বিরাট আর তার ভক্ত। সেই পরম ভক্তকে মাঠ থেকে সরানোর জন্য কঠিন কসরত করে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু ভক্তের ভগবান হয়ে বিরাট নিরাপত্তরক্ষীদের যেন হাবেভাবেই এদিন বুঝিয়ে দেন, 'ওঁকে ছেড়ে দাও!'