Virat Kohli (Photo: Twitter)

বেঙ্গালুরু, ২৩ এপ্রিল: রবিবার আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ম্যাচের প্রথম বলেই আউট হয়ে যান আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। রাজস্থানের কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবি হয়ে শূন্য রানে আউট হন কোহলি।

তবে ব্যাট হাতে শূন্যতার ম্যাচেও অন্য ভূমিকায় নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে একশোটা ক্যাচ নেওয়ার নজির গড়লেন বিরাট। আরও পড়ুন-

দেখুন টুইট

কোহলি এদিন রাজস্থানের দুই ব্যাটার দেবদূত পাদিকাল (৫২) ও যশস্বী জয়সওয়াল (৪৭)-এর ক্যাচ লোফেন। ব্যাটার কোহলির মত ফিল্ডার কোহলিও আইপিএলে বারবার নজর কেড়েছেন। আইপিএলে ফিল্ডার হিসেবে অনবদ্য বেশ কিছু ক্যাচ ও বাউন্ডারি সেভ করার মুহূর্ত আছে কোহলির।