পোর্ট অফ স্পেন, ১২ অগাস্ট: সৌরভ গাঙ্গুলির বড় রেকর্ড একটা ভাঙলেন বিরাট কোহলি। রবিবার পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে একদিকে যেমন দাদার কীর্তি ভাঙলেন কোহলি, অন্যদিকে তেমন সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির আরও কাছে পৌঁছ গেলেন বিরাট। ওয়ানডে-তে দেশের সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩)-কে টপকে দু নম্বরে উঠে এলেন কোহলি।
বিরাট কোহলির (১১,৪০৬)-র সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর (১৮,৪২৬)। ওয়ানডে-তে সর্বাধিক রানসংগ্রহকারী বিশ্বের তালিকায় কোহলি উঠে এলেন আট নম্বরে। গতকাল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোহলি। আরও পড়ুন-সন্ধ্যায় বিরাট কোহলির দাপুটে সেঞ্চুরি, রাতে ভূবি-র বল হাতে আগুন, লারার রেকর্ড ভেঙে ক্রিস গেইল পরাজিত পক্ষেই
Virat Kohli's ODI record:
42 ODI centuries ▶️ just seven behind Sachin Tendulkar
11406 runs ▶️ second-highest for India, surpassing Sourav Ganguly
Take a bow 🙌 #WIvIND pic.twitter.com/WTZ7tIaJfi
— ICC (@ICC) August 12, 2019
এদিকে, রবিবার ক্রিস গেইলের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওয়ানডে-তে ৪২তম সেঞ্চুরি করা হয়ে গেল বিরাট কোহলি। ২২৯টি ইনিংস খেলে কোহলির ৪২টি সেঞ্চুরি হয়ে গেল। ভারত অধিনায়ক এখন ওয়ানডে-তে সচিনের রেকর্ড ৪৯ সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ৭টা সেঞ্চুরি দূরে। পরিসংখ্যান বলছে, যেভাবে এগোচ্ছেন কোহলি তাতে আর ৪০-৪৫টি ওয়ানডে-র মধ্য়েই কোহলি ভেঙে দেবেন সচিনের ৪৯টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড। বিশ্বকাপে ভাল খেললেও সেঞ্চুরি পাননি বিরাট। আর তাই ক্যারিবিয়ান সফরে সেঞ্চুরি পেতে মরিয়া ছিলেন কোহলি। এমনটাই ম্যাচ শেষে জানালেন ভুবনেশ্বর কুমার। চলতি বছর ওয়ানডে-তে কোহলির এটি চতুর্থ সেঞ্চুরি।