রবিরারের ম্যাচের তিন পক্ষ। কোহলি, গেইল, ভুবি। (Photo Credits: Getty Images)

পোর্ট অফ স্পেন, ১১ অগাস্ট: রবিবার পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দারুণ জয় পেল ভারত (Team India)। বিরাট কোহলি (Virat Kohli)-র ঝকঝকে সেঞ্চুরি, ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar kumar) চার উইকেটের সৌজন্যে ভারত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতল ৫৯ রানে। প্রথম ওয়ানডে ভেস্তে যাওয়ার, সিরিজের দ্বিতীয় খেলায় জিতে ১-০ এগিয়ে গেল ভারত। মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলবে দুই দল।

বিরাট কোহলি (১২০) ও শ্রেয়স আইয়ার (৭১)-এর দুরন্ত ইনিংসে ভর করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭৯ রান। জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের সময় বৃষ্টি বিঘ্নিত হয় ম্যাচ। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ক্যারিবিয়ানদের কাছে জয়ের জন্য সংশোধিত টার্গেট দাঁড়িয়েছিল ৪৬ ওভারে ২৭০ রান। আরও পড়ুন-এমন এক টি২০ বিশ্ব একাদশ গড়া হল, যে দল নাকি কখনও হারবে না, দলে একজন মাত্র ভারতীয়

ক্রিস গেইল প্রথমে ব্রায়ান লারার রেকর্ড ভেঙে ওয়ানডে-তে দেশের সর্বকালের সর্বাধিক রানসংগ্রহকারী হওয়ার নজির গড়েন। লারার রেকর্ড ভাঙতে গেইলের প্রয়োজন ছিল ৭ রান। রেকর্ড ভেঙেই ভুবির বলে ব্যক্তিগত ১১ রানে এলবি আউট হয়ে যান গেইল। ক্যারিবিয়ান ইনিংসে একা লড়লেন ওপেনার এভিন লুইস (৬৫)। লুইসকে আউট করে ভারতকে বড় সফলতা দেন কুলদীপ যাদব। তবে বল হাতে নায়ক ভুবনেশ্বর কুমার। ভুবি ৮ ওভার বল করে ৩১ রান দিয়ে নেন ৪টি উইকেট। শামি, কুলদীপ দুটি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ ৪২ ওভারে ২১০ রানে অল আউট হয়ে যান। ১২৫ বলে ঝকঝকে ১২০ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার পান বিরাট কোহলি।