বিনেশ ফোগাত। (Photo Credits: Twitter)

টোকিও, ১৮ সেপ্টেম্বর: এক ঢিলে দুটো লক্ষ্যভেদ করলেন ভারতের তারকা কুস্তিগীর বিনেশ ফোগাত (Vinesh Phogat)। গতকাল কাজকাস্তানে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের (World Wrestling Championship 2019) কোয়ার্টার ফাইনালে হারের হতাশার পর আজ ৫৩ কেজি বিভাগে রেপেচেজ রাউন্ডে দুরন্ত পারফম করে একদিকে যেমন ব্রোঞ্জ পদক জিতলেন, তেমন টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা পেলেন বিনেশ। রেপেচেজ রাউন্ডের শেষ খেলায় দুবারের বিশ্বসেরা কুস্তিগীর গ্রিসের মারিয়া প্রেভোলারাকি-কে হারালেন বিনেশ। দেশের প্রখম মহিলা কুস্তিগীর হিসাবে এশিয়াড ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ের নজির আছে বিনেশের।

কমনওয়েলথ গেমসে দুটি সোনা, এশিয়াডে দুটি, এশিয়ান মিটে ৬টি পদক থাকলেও এই প্রথম সিনিয়রদের বিশ্ব মিটে পদক জিতলেন বিনেশ। আজ বিনেশের পদক জয়ের খবরে সেলেব, নেটিজেনরা তাঁকে অভিনন্দন জানান। আরও পড়ুন-পিভি সিন্ধুকে বিয়ে করার আবেদন জানিয়ে সরকারী অফিসে হাজির ৭০ বছরের বৃদ্ধ

ব্রোঞ্জ জয়ের আগেই অবশ্য টোকি অলিম্পিক ২০২০-র টিকিট নিশ্চিত করে ফেলেছেন হরিয়ানার তারকা এই বক্সার। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর বাছাই কুস্তিগীর সারা হিলদেব্রানদকে ৮-২ হারিয়ে অলিম্পিকে খেলা নিশ্চিত করেন বিনেশ।

রিও অলিম্পিকে ভারতের তিনজন মহিলা কুস্তিগীর খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। বিনেশ ফোগাত, সাক্ষী মালিকের পাশাপাশি খেলেছিলেন ববিতা কুমারি। সাক্ষী পদক জিতলেও বিনেশ, ববিতা শুরুতেই বিদায় নিয়েছিলেন।