Vinesh Phogat (Photo Credit: @sagarcasm/ X)

অধরা থেকে গেল প্যারিস অলিম্পিকে (Paris Olympic 2024) ভারতের সপ্তম পদকজয়ের স্বপ্ন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্তেই শিলমোহর বসালো সিএএস। অর্থাৎ কুস্তিগীর ভিনেশ ফোগাটের আবেদন খারিজ করা হল বুধবার। এই সিদ্ধান্তের পর হতাশা প্রকাশ করেছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ পিটি ঊষা। গত ১০ অগাস্ট এই মামলার রায়দানের কথা থাকলেও তা পিছিয়ে ১৪ অগাস্ট করানো হয়। এই নিয়ে গত ৯ অগাস্ট শুনানি হয়। প্রায় তিনঘন্টা ধরে চলা এই শুনানিতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফে প্রতিনিধিত্ব করেন হরিশ সালভে ও বিদূষপত সিংঘানিয়া। তাঁদের দাবি ছিল, ভিনেশের শারীরিক ওজন রিকভারি প্রক্রিয়ার কারণে খানিকটা বেড়েছিল। এটা কোনওভাবেই প্রতারণা নয়। কিন্তু কোনও যুক্তিতেই মামলা খারিজ করার থেকে আটকানো গেল না।

প্রসঙ্গত, চলতি বছরে অলিম্পিক প্রতিযোগীতায় মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল ম্যাচে তাঁকে নামার অনুমতি দেয় না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমনকী ৫০ কেজি ওজনের জয়ী হয়ে তিনি রুপো নিশ্চিত করে ফেলেছিলেন। তাও বাতিল করে দেয়। কমিটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ অট্রিবিশন ফর স্পোর্টসে আবেদন করেন ভিনেশ। সেই আবেদনের শুনানির রায় ১৪ অগাস্ট রাত সাড়ে ৯টায় জানানো হয়।