মহারাষ্ট্রের তারকা ব্যাটার ঋতুরাজ গায়কোয়েড়ের (Ruturaj Gaikwad) অনবদ্য কীর্তি। এক ওভারে সাতটা ছক্কা মারার বিশ্বরেকর্ড, ডবল সেঞ্চুরি করা ঋতুকে থামানো যাচ্ছে না যাচ্ছে। এবার বিজয় হাজারে ট্রফিতে একটি ডবল সেঞ্চুরি সহ টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করলেন ঋতুরাজ। শনিবার আমেদাবাদে বিজয় হাজারে ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ঋতু করলেন ১৩১ বলে ১০৮ রান।
প্রথম ভারতীয় হিসেবে বিজয় হাজারে ট্রফির নক আউটে টানা তিনটি সেঞ্চুরি করলেন চেন্নাই সুপার কিংসের মারাঠা তারকা ওপেনার। আরও পড়ুন-টেস্টের মাঝে রিকি পন্টিংয়ের বুকে অসম্ভব যন্ত্রনা, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল পারথের হাসপাতালে
দেখুন টুইট
220*(159) in Quarter-Final
168(126) in Semi-Final
108(131) in final
Big stage, captain of Maharashtra stands tall, Take a bow, Ruturaj Gaikwad. pic.twitter.com/v5zyjYQiSm
— Johns. (@CricCrazyJohns) December 2, 2022
১২৫ বলে এদিন সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ওপেন করে সেঞ্চুরি হাঁকানো ইনিংসে ৪টা ওভার বাউন্ডারি, ৭টা বাউন্ডারি হাঁকালেন। তাঁর দুরন্ত ইনিংসে ভর করে ফাইনালে প্রথমে ব্যাট করে মহারাষ্ট্র করল ৯ উইকেটে ২৪৮ রান। আরও পড়ুন-আজ রাতে কী হলে প্রি কোয়ার্টারে হতে পারে নেইমার বনাম রোনাল্ডো দ্বৈরথ
দেখুন ভিডিও
Ruturaj Gaikwad 100 Moment in Vizay Hazare Trophy Final !!! His Celebration shows how frustrated he was & badly wanted this 100 !
Played 3 match in Knockouts...100 in all 3 ! Started very slow, but recovered well later ! Go on Rutu 🦁💛 pic.twitter.com/Hy6oLXfYvT
— Shantanu 🎶 (@Shantanu630) December 2, 2022
চলতি বিজয় হাজারের সেমিফাইনালে অসমের বিরুদ্ধে ১৬৮, কোয়ার্টারে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অপারিজত ২২০ রানের ইনিংস খেলেছিলেন ঋতুরাজ।