লন্ডন, ২৯ জুন: ইউরো কাপে (Euro Cup 2020) দুরন্ত ইংল্যান্ড (England)। ঐত্যিহের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলো রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড। ম্যাচের ৭৫ মিনিটে রাহেম স্টার্লিং আর ৮৬ মিনিটে হ্যারি কেনের করা গোলে জিতল ইংল্যান্ড। ২০১০ বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছিল জার্মানি। আরও পড়ুন: ব্রাজিলের প্রতিপক্ষ চিলি, মেসিরা খেলবেন ইকুয়েডরের বিরুদ্ধে
🏴 Goals for England at major tournaments:
⚽️1⃣0⃣ Gary Lineker
⚽️0⃣9⃣ Alan Shearer
⚽️0⃣7⃣ Harry Kane
⚽️0⃣7⃣ Wayne Rooney#EURO2020 pic.twitter.com/nkVZ8mnsUz
— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021
সেই প্রি কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ১১ বছর আগের হারের প্রতিশোধ নিল ইংল্যান্ড। একবার বিশ্বকাপ জিতলেও কখনও ইউরো কাপ জেতেনি ইংল্যান্ড। এবার সেই কাজটা করতে মরিয়া গ্যারি সাউথগেটের দল। সেই মরিয়া ভাবটাই আজ ধরা পড়ল স্টার্লিং, কেনদের খেলায়। তবে দু গোল খেয়ে হারলেও জার্মানিও ম্যাচে ঠিকমত সুযোগ কাজে লাগাতে পারলে ফল পাল্টাতে পারত। কিন্তু মুলার সহ জার্মান স্ট্রাইকাররা কাজের কাজটা করতে পারলেন না।
📸 Kane nods in a second for England against Germany ⚽️#EURO2020 pic.twitter.com/zQrq94ypvu
— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021
কোয়ার্টার ফাইনালে এবার ইংল্যান্ড খেলবে সুইডেন বনাম ইউক্রেন ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। গত ইউরো কাপে আইসল্যান্ডের কাছে হেরে প্রি কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে এবারের ইংল্যান্ডটা দলটা ধারেভারে অনেকটাই শক্তিশালী। গ্রুপ লিগে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারায় গ্যারি সাউথগেটের দল। তবে স্কটল্যান্ডের কাছে আটকে যায় তারা।
⏰ RESULT ⏰
🏴 Sterling & Kane net as England reach the quarter-finals 🎉
🇩🇪 Germany lose in the round of 16 at a major tournament for the first time.
🤔 Fair result at Wembley Stadium?#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 29, 2021
আজই সম্ভবত জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে শেষবার দায়িত্ব পালন করলেন বিশ্বজয়ী জোয়াকিম লো। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বিদায় নেওয়ার পর থেকে জার্মান ফুটবলে সেই যে খারাপ সময় শুরু হয়েছে, তা ইউরোতেও বজায় থাকল। ২০২২ বিশ্বকাপের যোগ্যতাপর্বেও জার্মানি এখন ভাল জায়গায় নেই। গ্রুপ লিগে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর, পর্তুগালকে ৪-২ ও হাঙ্গেরির সঙ্গে ২-২ লগোলে ড্র করে প্রি কোয়ার্টারে উঠেছিল জার্মানি।