PSG vs Bayern Munich Free Livestreaming: আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে পিএসজি বনাম বায়ার্ন, কোথায়-কীভাবে দেখবেন মেসিদের ম্যাচ
PSG. (Photo Credits: Twitter)

শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। বিশ্বকাপের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। আজ, মঙ্গলবার রাতে প্যারিসে শেষ ১৬-র প্রথম পর্বের ম্যাচে পিএসজি মুখোমুখি বায়ার্ন মিউনিখের। লিওনেল মেসির চোট নিয়ে ধোঁয়াশা থাকলে, শেষ অবধি বায়ার্নের বিরুদ্ধে তিনি নামছেন। শোনা যাচ্ছে মেসি, নেইমার শুরু থেকেই খেলবেন। দ্বিতীয়ার্ধে নামবেন কিলিয়ান এমবাপে।

২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে হেরেই বিদায় নিয়েছিল পিএসজি। এবার তাই প্যারিসের হাইপ্রোফাইল দলের কাছে প্রতিশোধের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে পিএজি-বায়ার্ন এর আগে মোট ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে পিএসজি জিতেছে ৬বার, বায়ার্ন ৫ বার। লিগা ১-র ম্যাচে দিন তিনেক আগে মোনাকোর কাছে ১-৩ গোলে হারের পর একেবারেই ভাল জায়গায় নেই পিএসজি। মোনাকো ম্যাচের আতঙ্ক ভুলে জার্মানির চ্যাম্পিয়ন ক্লাবকে হারাতে মরিয়া প্যারিসের ক্লাব। আরও পড়ুন- ক্লাস এইটের ছাত্রী অবিকল খেলছে সূর্যকুমার যাদবের মত, ভাইরাল ভিডিয়ো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কবে, কখন মুখোমুখি হবে পিএসজি-বায়ার্ন মিউনিখ

প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ১৪ ফেব্রুয়ারি, ভারতীয় সময় রাত দেড়টা থেকে মুখোমুখি হবে ফ্রান্সের পিএসজি- জার্মানির বায়ার্ন মিউনিখ।

কোথায় হবে এই খেলা

পিএসজি-র লিওনেল মেসিদের ঘরের মাঠ প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হবে খেলা

ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা

সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি টেন ২ এইচডি ও এসডি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

সোনি লিভ, এয়ারটেল স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।