(Photo Credits : Getty Images)

লন্ডন, ৩ মে: ইউক্রেন আক্রমণ করায় রাশিয়া (Russia)-র বিরুদ্ধে শাস্তি আরও বাড়াল উয়েফা (UEFA)। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, উয়েফা রাশিয়াকে আরও বেশ কিছু প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হল। চলতি বছর জুলাইয়ে হতে চলা মহিলাদের ইউরো কাপে নিষিদ্ধ করল উয়েফা। পাশাপাশি রাশিয়ান ক্লাবগুলিকে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে  সহ উয়েফার সমস্ত টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হল।

চলতি বছর জুলাইয়ে মহিলাদের ইউরো কাপ ফুটবলে রাশিয়ার পরিবর্তে খেলবে পর্তুগাল। আগামী ৬ জুলাই থেকে ইংল্যান্ড হবে মহিলাদের ইউরো কাপ। আরও পড়ুন: পাঁচ ম্যাচ পর জয় পেল কলকাতা, RR-এ বধ RR, শ্রেয়সদের এবার চাই চারে চার

মহিলাদের ইউরো কাপের পাশাপাশি আগামী বছর থেকে শুরু হতে চলা বিশ্বকাপের যোগ্যতাপর্বেও খেলতে পারবে না রাশিয়া। এর আগেই ২০২২ কাতার বিশ্বকাপে ওঠার প্লে অফ রাউন্ড থেকেও বাদ দেওয়া হয় রাশিয়াকে। ফুটবলের পাশাপাশি টেনিসেও রাশিয়াকে বড় শাস্তি দেওয়া হয়েছে। ইউক্রেন আক্রমণের শাস্তি হিসেব উইম্বলডনে নিষিদ্ধ করা হয়েছে পুতিনের দেশের খেলোয়াড়দের।