KKR: বিশ্বকাপ জিতেই শাহরুখের দলের হেড কোচ হয়ে ফিরছেন ট্রেভর বেলিস, শাহরুখের দলের ব্যাটিং কোচ ম্যাকালাম
KKR-এ ফিরলেন কোচ বেলিস। (Photo Credits: TWiiter/@joybhattacharjya)

কলকাতা, ১৭ জুলাই:  Trevor Bayliss KKR Coach- ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ দেওয়ার পর ইয়ন মর্গ্যান-বেন স্টোকসদের কোচ ট্রেভর বেলিস এবার কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে। জ্যাক কালিসের পর এবার KKR-র হেড কোচ হচ্ছেন সদ্য বিশ্বকাপজয়ী ট্রেভর বেলিস। ব্যাটিং কোচ ও মেন্টর হচ্ছেন KKR-র এক সময়ের হিরো কিউই প্রাক্তন ব্র্যান্ডন ম্যাকালাম। ম্যাকালাম এলেন অস্ট্রেলিয়ার সাইমন কাটিচের জায়গায়।

এর আগে KKR- কোচ হয়ে শাহরুখ খানের দলকে চ্যাম্পিয়ন করেছিলেন বেলিস। কিন্তু ইংল্যান্ডের কোচ হওয়ায় KKR-ছেড়েছিলেন বেলিস। তারপরই ২০১৫ সালে কালিসকে দায়িত্বে আনা হয়েছিল। কালিস ভাল কোচিং করালেও, KKR-কে কাপ জেতাতে পারেননি। এরপর আইপিএলের কলকাতায় ফিরছে বেলিস যুগ। আরও পড়ুন- বিরাট কোহলিদের কোচ হতে চাইলে থাকতেই হবে এই তিনটি যোগ্যতা, জানাল BCCI

অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে কেকেআর-এ সোনার যুগ এনেছিলেন বেলিস। এবার দীনেশ কার্তিককে নেতৃত্বে রাখা হয় নাকি, নতুন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হয় সেটাই দেখার।