টোকিও, ২৮ জুলাই: টোকিও অলিম্পিকের পঞ্চম দিনেও ভারতের ঝুলিতে কোনও পদক এল না। গেমসের প্রথম দিনে ১টি রুপো জিতে ভারত এখন পদক তালিকায় প্রথম ৪০-এর বাইরে চলে গিয়েছে। তবে গতকালের মত আজও মহিলা বক্সিংয়ে পদক নিশ্চিত হওয়া থেকে এক ম্যাচ দূরে থাকলেন ভারতীয় বক্সার। ব্যাডমিন্টনে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অনায়াসে জিতে নক আউট রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু। এলিমিনেশন রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ ডেনমার্কের মিয়া ব্লিটফেল্ড। সেই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর কঠিন প্রতিপক্ষ আকানে ইয়ামাগুচি। পুরুষদের সিঙ্গলসে গ্রুপ লিগের প্রথম ম্যাচে হারেন সাই প্রণীত।
তিরন্দাজিতে আজ পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে প্রথম ম্যাচে ৬-০ জিতে, পরের রাউন্ডে ০-৬ হেরে বিদায় নেন প্রবীণ যাদব। দীপিকা কুমারি মহিলাদের ব্যক্তিগত বিভাগের প্রথম ম্যাচে জেতেন ৬-০। তারকা তিরন্দাজ তরুণদীপ রাইও ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডের ম্যাচে জিতেছেন।
অন্য দিকে, গতকালের পর আজ টোকিও অলিম্পিক মহিলাদের বক্সিংয়ে আরও একটা পদকের সামনে ভারত। মহিলাদের মিডলওয়েট (৬৯-৭৫ কেজি)কোয়ার্টার ফাইনালে উঠলেন পূজা রানী। তার মানে সেই ম্যাচে জিতলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত পূজা রানী-র। দুবারের এশিয়ান চ্যাম্পিয়ন পূজা রানী প্রি কোয়ার্টার ফাইনালে ৫-০ আলজেরিয়ার ইছরাক চাইবকে হারিয়ে পদক নিশ্চিত করা থেকে এক ম্যাচ দূরে থাকলেন।
পূজার পাঞ্চ, টেকনিক, ডিফেন্সের কাছে একেবারে ধরাশায়ী হয়ে যান চাইব। গতকাল ওয়েল্টা ওয়েট বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন অসমের বক্সার লাভলিনা বরগোঁহাই। ফ্লাইওয়েট বিভাগে প্রথম ম্যাচে অনায়াসে জিতেছেন মেরী কমও।
সেলিংয়ে প্রথমবার নেমে ইতিহাস গড়লেও তিনটি বিভাগে ভারতীয় সেলাররা যথাক্রমে ১৭,১৮, ১৯ নম্বরে শেষ করেন। রোয়িংয়ে দারুণ লড়েও পুরুষদের ডবলসে সেমিফাইনাল রাউন্ড থেকেই বিদায় নেন ভারতের সত্যকসাইরা রানরকেরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।
মহিলাদের হকিতে নেদারল্যান্ডস, জার্মানির পর এবার গ্রেট ব্রিটেনও ভারতীয় দলকে উড়িয়ে দিল। গ্রুপের তৃতীয় ম্যাচে রানী রামপালরা ১-৪ গোলে হারলেন গ্রেট ব্রিটেনের কাছে। ভারতীয় মহিলা দল তিন ম্যাচে মোট ১১টা গোল হজম করল।