টোকিও, ২৫ জুলাই: টোকিও গেমসের (Tokyo Olympics 2020) দ্বিতীয় দিনের শুরুটা ভারতের পক্ষে তেমন ভাল গেল না। গতকাল, গেমসের প্রথম দিনে সকালেই পদক জিতেছিলেন ভারত্তোলন মীরাবাঈ চানু, তবে আজ শ্যুটিং-টেনিস থেকে এল খারাপ খবর। টোকিও অলিম্পিকে টেনিসে মহিলাদের ডবলসে শুরুতেই বিদায় নিলেন ভারতের সানিয়া মির্জা-অঙ্কিতা রায়না। রবিবার সকালে সানিয়ারা হারলেন ইউক্রেনের জুটি লিডমালিয়া খেচানক-নাদিয়া খেচানকের বিরুদ্ধে। প্রথম সেটে সানিয়া-অঙ্কিতা জুটি ৬-০ জেতার পর অনেকেই ভেবেছিলেন, পরের রাউন্ডে সহজেই উঠবেন সানিয়া-রা। দ্বিতীয় সেটে সানিয়া-অঙ্কিতারা এগিয়ে ছিলেন ৫-৩। একেবারে সানিয়াদের হাতের মুঠোর ছিল ম্যাচ। কিন্তু এরপর ইউক্রেনের যমজ বোনের জুটি দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে নেয় ৬-৭, তারপর নির্ণায়ক সেটে সানিয়ারা হারেন ৮-১০। এর ফলে সানিয়া মির্জাকে খালি হাতেই ফিরতে হচ্ছে টোকিও থেকে।
Tennis:
In a surprising turn of events, Sania Mirza & Ankita Raina knocked OUT in Doubles 1st round by Kichenok twins 6-0, 6-7, 8-10.
The Indians had won the 1st set 6-0 & were leading 5-3 in 2nd! #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/rVdPkB649R
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
সানিয়া শুধুমাত্র মহিলাদের ডবলসেই খেলতে টোকিও অলিম্পিকে যোগ দিয়েছিলেন। টোকিওতে বিদায়ের পর সানিয়ার কেরিয়ারে অলিম্পিকে পদক জেতার স্বপ্নটা হয়তো আর পূরণ হল না। ২০১৬ রিও অলিম্পিকে রোহন বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডবলসের সেমিফাইনাল পর্যন্ত উঠলেও একটুর জন্য পদক জেতা হয়নি সানিয়া। ২০২৪ প্যারিস অলিম্পিকে সানিয়া খেলবে তেমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। এদিকে, মহিলাদের শ্যুটিংয়েও আজ সকালটা ভাল গেল না ভারতের। পদক জয়ের আশা থাকা ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকের, যশ্বিসিনী দেশওয়াল ফাইনালই উঠতে পারলেন না।
Dear o Dear | Heartbreak in Shooting 💔.
Manu Bhaker & Yashaswini Deswal miss out on qualifying for Final of 10m Air Pistol event.
Manu finished at 12th spot (575).
Yashaswini finished at 13th spot (574).
Last shooter to qualify (577 pts) #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/btOxJoJeMB
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
তবে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে পিভি সিন্ধু সহজেই গ্রুপ জে-র প্রথম ম্যাচে জিতলেন। রিও গেমসে রুপো জয়ী সিন্ধু জিতলেন ২১-৭,২১-১০ ইজরায়েলের পোলিকারপোভা কিনিয়ার বিরুদ্ধে। মাত্র ২৯ মিনিটে জয়লাভ করেন তিনি।
P.V Sindhu starts with a bang; beats Polikarpova Ksenia (WR 58) 21-7, 21-10 in just 28 mins.
Next she will take on Hongkong’s Cheung Ngan Yi (WR 34) in her 2nd & final group stage match. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/7FzsGjZCl9
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
গ্রুপের শেষ ম্যাচে সিন্ধু খেলবেন বিশ্বের ৩৪ বছর খেলোয়াড় হংকংয়ের চেং নিয়ান উইয়ের বিরুদ্ধে। নক আউট রাউন্ডের প্রথম রাউন্ডে সিন্ধুর সম্ভাব্য প্রতিপক্ষ ক্যারোলিনা মারিনের দেশ ডেনমার্কের প্রতিশ্রুবান খেলোয়াড় মিয়া ব্লিটফিল্ডট।