Thomas Cup: থাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে থমাস কাপে দারুণ শুরু ভারতীয় ব্যাডমিন্টন দলের
MR Arjun & Dhurv Kapila (Photo Credit: @India_AllSports/ X)

শনিবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে থমাস কাপের (Thomas Cup) শিরোপা রক্ষার অভিযান শুরু করল ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল। থাইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলে ইন্দোনেশিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ম্যাচে কোর্টে নেমে এইচএস প্রণয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কুনলাভুট ভিটিডসার্নের বিরুদ্ধে লড়েন। প্রথম গেমে ভাল শুরু করে ২০-১৭ ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও, প্রণয় ভিটিডসার্নকে ফিরে আসতে সুযোগ দেন এবং প্রথম গেমটি ২০-২২ ব্যবধানে হারেন। দ্বিতীয় গেমে ভিটিডসার্ন জয় পেয়ে থাইল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয় ম্যাচে বিশ্বের এক নম্বর পুরুষ ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠি ৬৫ মিনিট ধরে বিশ্বের ৫২ নম্বর জুটি পেরাতচাই সুখপুন এবং পাক্কাপোন তিরাতসাকুলের বিরুদ্ধে লড়াই করেন। সাত্ত্বিক-চিরাগ ২১-১৯, ১৯-২১, ২১-১২ ব্যবধানে জিতে পয়েন্ট ১-১ করেন। India Wins Gold in Archery World Cup: বিশ্ব তিরন্দাজিতে ভারতের রমরমা, জ্যোতির হ্যাটট্রিকের সঙ্গে ঝুলিতে এল চারটি সোনা

লক্ষ্য সেন পানিচাফন তিরাতসাকুলের বিরুদ্ধে ৬৩ মিনিটের আরেকটি দীর্ঘ লড়াই লড়াই করেন এবং তাকে ২১-১২, ১৯-২১, ২১-১৬ ব্যবধানে পরাজিত করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। পুরুষদের ডাবলসে দ্বিতীয় জুটি তানাদোন পুনপানিচ ও ওয়াচিরাউইট সোথনকে ২১-১৯, ২১-১৫ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন এম আর অর্জুন এবং ধ্রুব কপিলা। দিনের শেষ ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত মাত্র ২৯ মিনিটের লড়াইয়ে শরণ জামশ্রীকে ২১-৯, ২১-৫ ব্যবধানে পরাজিত করেন। এর আগে উবার কাপের প্রথম ম্যাচে কানাডাকে ৪-১ ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নেয় ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল। উবার কাপে 'এ' গ্রুপে নিজেদের পরবর্তী ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা দল। এদিকে, থমাস কাপে ভারতের আগামী প্রতিপক্ষ ইংল্যান্ড।