Netherlands Football Team. (Photo Credots: Twitter/ BR Sports)

দোহা, ৩ ডিসেম্বর: আট বছর পর ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস (Netherlands)। শনিবার প্রথম প্রি কোয়ার্টারে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে উড়িয়ে শেষ আটে উঠল ডাচরা। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল ইউরোপিয় ফুটবলের সুপার পাওয়ার এই দেশ। ৭৬ মিনিটে আমেরিকার হয়ে ব্যবধান কমান হাজি রাইট। তবে পাঁচ মিনিট বাদে ডেনজেল ডামফ্রাইসের গোলে কমলা বাহিনীর জয় নিশ্চিত হয়।

ম্যাচের ১০ মিনিটে মেমফিস দেপেয়ের গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর বিরতির আগে ইনজুরি টাইমে নেদারল্যান্ডসের হয়ে ২-০ করেন ব্লাইন্ড। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস খেলবে শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া জয়ী দলের বিরুদ্ধে। আরও পড়ুন-কোয়ার্টার- সেমিফাইনালে আর্জেন্টিনা, ব্রাজিল কাদের বিরুদ্ধে খেলতে পারে

দেখুন টুইট

২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতাঅর্জন করতে পারেনি ডাচরা। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে জিতে ও একটাতে ড্র করে শেষ ষোলোয় উঠেছিল ডাচরা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দ্বিতীয় হয়েছিল নেদারল্যান্ডস।