মুম্বই, ১ ফেব্রুয়ারি: দীর্ঘ ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে (Common Wealth Games) খেলা হবে ক্রিকেট। চলতি বছর ইংল্যান্ডের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham 2022 Commonwealth Games) মহিলাদের টি টোয়েন্টি (Womens T-20)-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এবার কমনওয়েলথ গেমসে মহিলাদের টি টোয়েন্টিতে খেলবে মোট আটটি দেশ। কোয়ালিফিয়ার রাউন্ডে জিতে শ্রীলঙ্কা মূলপর্বে খেলার যোগ্যতা পেল। এবার বার্মিংহাম গেমসে ক্রিকেটে শুধুমাত্র মহিলাদের টি-২০ই খেলা হবে। পুরুষদের বিভাগ নেই।
আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। কমনওয়েলথ গেমস ২০২২-এ ক্রিকেটের খেলা শুরু ২৯ জুলাই ভারতীয় মহিলা-অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে ম্যাচ দিয়ে। ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও আছে পাকিস্তান ও বার্বাডোজ। ৩১ জুলাই বার্মিংহ্যামে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। আর গ্রুপের শেষ ম্যাচে ৩ অগাস্ট এজবাস্টনে ভারত খেলবে বার্বাডোজের বিরুদ্ধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বার্বাডোজ খেলছে এবারের কমনওয়েলথ গেমসে। অন্য গ্রুপে থাকছে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।
গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল হবে ৬ অগাস্ট, এজবাস্টনে। ফাইনাল, তথা সোনা জয়ের ম্যাচ ৭ অগাস্ট। প্রসঙ্গত, ১৯৯৮ কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে ক্রিকেটে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল শন পোলকের দক্ষিণ আফ্রিকা। অজয় জাদেজার নেতৃত্বে খেলে সেই গেমসে ভারতীয় দল গ্রুপ লিগেই বিদায় নিয়েছিল।
কোন কোন দেশ অংশ নিচ্ছে- ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বার্বাডোজ।
কোন গ্রুপে কারা
গ্রুপ এ- ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বার্বাডোজ।
গ্রুপ বি-ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।