
India Test Squad for England Tour 2025: রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিনদের মত মহাতারকাদের টেস্ট অবসরের পর প্রথম সিরিজের দল বাছাইয়ে তেমন বড় পরীক্ষানিরীক্ষার মধ্য়ে দিয়ে গেলেন না অজিত আগরকররা। ফর্ম, অভিজ্ঞতা, ঘরোয়া ক্রিকেটের পারউফরম্যানকে গুরুত্ব দেওয়া হল। টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল শুভমন গিলকে। ইংল্যান্ড সফরে প্রথমবার টেস্ট দলে জায়গা দেওয়া হল তামিলনাড়ু তথা গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন-কে। বাংলার ওপেনার অভিমন্য়ু ঈশ্বরণকে অস্ট্রেলিয়ার পর ইংল্য়ান্ডেও টেস্ট সিরিজে রাখা হল। দীর্ঘ আট বছর পর টেস্টে ফিরলেন করুণ নায়ার। সুযোগ দেওয়া হল না মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, হর্ষিত রানা-কে। পেসার-অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ায় দারুণ খেলা নীতীশ রেড্ডির সঙ্গে রাখা হল শার্দুল ঠাকুরকে। দুই স্পিনার-অলরান্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর আছেন। একজন স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে কুলদীপ যাদবকে। পাঁচ স্পেশালিস্ট পেসার হিসেবে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে আছেন আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা ও আর্শদীপ সিংকে। এই প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন টি-২০-তে ভারতের সেরা বোলার আর্শদীপ সিং। ঋষভ পন্থের সঙ্গে রিজার্ভ উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেল-কে।
২০ জুন থেকে ইংল্যান্ডে টেস্ট সিরিজ শুরু শুভমন গিলদের
আগামী ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হতে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওপেনার হিসেবে নামতে পারেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফরে ওপেনার হিসেবে ব্যর্থ হন রোহিত শর্মা। তিন নম্বরে নম্বরে নামতে পারেন অধিনায়ক শুভমন গিল। চার, পাঁচে যথাক্রমে ঋষভ পন্থ ও করুণ নায়ার। ৬ নম্বরে নীতীশ রেড্ডি। স্পিনার হিসেবে খেলতে পারেন রবীন্দ্র জাদেজা। আর চারজন পেসার হিসেবে খেলতে পারেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশদীপ বা আর্শদীপ ও শার্দুল ঠাকুর। তবে উইকেটে সবুজ কম থাকলে আকাশদীপের পরিবর্তে কুলদীপ যাদবকে ব্যবহার করতে পারেন। আরও পড়ুন-অবিশ্বাস্য ক্রিকেটেই অবিশ্বাস্য কামব্যাক, আট বছর পর জাতীয় দলে ফিরলেন ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ার
দেখুন ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট স্কোয়াড
Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series 💪
A look at the squad for India Men’s Tour of England 🙌#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq
— BCCI (@BCCI) May 24, 2025
টিম ইন্ডিয়ার ১৮ জনের টেস্ট স্কোয়াডে কোন ভূমিকায় কারা:
ওপেনার (৩ জন)- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ।
মিডল অর্ডার (৩ জন)- সাই সুদর্শন, শুভমন গিল (সহ অধিনায়ক), করুণ নায়ার।
উইকেটকিপার (২ জন)- ঋষভ পন্থ, ধ্রুব জুরেল।
পেস অলরাউন্ডার (২ জন)- নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর ।
স্পিনার অলরাউন্ডার (২)- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর।
স্পেশালিস্ট স্পিনার (১ জন)- কুলদীপ যাদব।
স্পেশালিস্ট পেসার (৫ জন)- জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, আকাশ দীপ।
লিডসে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ-
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব/শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা/আকাশ দীপ। (দ্বাদশ ব্যক্তি: সাই সুদর্শন)।