Team India in Chennai test against Bangladesh. (Photo Credits: X@BCCI)

Team India Test Squad for England Series: রোহিত শর্মা, বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের দুই মহারথি প্রায় একসঙ্গেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার কয়েক মাস আগে টেস্ট ছেড়েছেন ভারতের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। ভারতীয় টেস্ট ক্রিকেট তাই নতুন যুগের শুরু হতে চলেছে। রোহিত-বিরাট পরবর্তী যুগে ভারতের টেস্ট দল কেমন হয় তা নিয়ে বাইশ গজের খেলার ভক্তদের মধ্যে ব্যাপক উতাসহ। আর তাই ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াড ঘোষণা নিয়ে সাজো সাজো রব পড়ে গিয়েছে। সাম্প্রতিককালে ভারতীয় দল ঘোষণা নিয়ে এতটা হাইপ দেখা যায়নি। দুপুর সাড়ে ১২টা থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখানো হবে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা।

শনিবার মুম্বইয়ে দুপুর ১টা থেকে দল নির্বাচনী বৈঠকে আগরকর-রা

কাল, শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে দুপুর ১টা থেকে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলগঠন নিয়ে আলোচনা বসবেন নির্বাচকরা। বৈঠক শেষে দল ঘোষণা করবেন প্রধান নির্বাচক অজিত আগরকর। রোহিত শর্মা-র অবসরের ভারতচীয় টেস্ট দলের নেতৃত্ব ভার কাকে দেওয়া হয় তা নিয়ে জল্পনা সবচেয়ে বেশী। আগে শোনা যাচ্ছিল শুভমন গিলকে নতুন অধিনায়ক ঘোষণা করা হবে। ঋষভ পন্থের নামও ভাসছিল। কিন্তু পরবর্তীকালে অস্ট্রেলিয়া সফরে পারথে টেস্ট জয়ী অধিনায়ক জশপ্রীত বুমরা-র পাল্লা ভারী হয়। আগরকরের ভোট বুমরার দিকেই, কোচ গৌতম গম্ভীরের পছন্দ শুভমন গিল। তবে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা নেতৃত্বের ব্যাপারে ডার্ক হর্স। রবীচন্দ্রন অশ্বিনের দাবি, জাদেজাকেই দু বছরের জন্য দেশের টেস্ট অধিনায়ক করা হোক। জাদেজার অসুবিধা হল, বিদেশের মাটিতে তিনি যে প্রথম একাদশে থাকবেনই তা নিশ্চিত নয়।

সামি সম্ভবত থাকছেন না, হয়তো ফিরছেন শ্রেয়স-করুণ নায়ার

টেস্ট দল ঘোষণার আগে সবচেয়ে বড় তিনটি আপটেড হল-১) ফিটনেস সমস্যার কারণে মহম্মদ সামি সম্ভবত সুযোগ পাচ্ছে না, ২) বিরাট কোহলির জায়গায় চার নম্বরে ব্যাটার হিসেবে শুভমন গিলকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে ওপেন করতে পারেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। ৩) ওপেনার হিসেবে আইপিএলে দারুণ সফল সাই সুদর্শনকে স্কোয়াডে রাখা হচ্ছে। খুব সম্ভবত বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণও অস্ট্রেলিয়া সফরে একটা ম্যাচেও খেলার সুযোগ না পেলেও ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকছেন। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরতে পারেন ঘরোয়া ক্রিকেটে রেকর্ড সংখ্যক রান করা করুণ নায়ার। শ্রেয়স আইয়ারের টেস্ট স্কোয়াডে ফেরা নিয়েও জল্পনা চলছে। চার স্পেশালিস্ট পেসার হিসেবে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা সঙ্গে নেওয়া হতে পারে আর্শদীপ সিং-কে।

কেমন হতে পারে ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড-

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার/করুণ নায়ার, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, অভিমন্যু ঈশ্বরণ।

আলোচনা হবে যাদের নিয়ে- হর্ষিত রানা, আকাশ দীপ, মহম্মদ সামি।

স্কোয়াডে কোন ভূমিকায় কারা

ওপেনার (৪ জন)- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ।

মিডল অর্ডার (৩ জন)- শুভমন গিল (সহ অধিনায়ক), শ্রেয়স আইয়ার/করুণ নায়ার, সরফরাজ খান।

উইকেটকিপার (২ জন)- ঋষভ পন্থ, ধ্রুব জুরেল।

পেস অলরাউন্ডার (২ জন)- নীতীশ রেড্ডি, শার্দুল ঠাকুর ।

স্পিনার অলরাউন্ডার (২)- রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর।

স্পেশালিস্ট স্পিনার (১ জন)- কুলদীপ যাদব।

স্পেশালিস্ট পেসার (৪ জন)- জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং।