Outstanding effort from India to go 1-0 up against Australia in the Border-Gavaskar Trophy

নাগপুরের পর দিল্লি। টানা দুটি টেস্টে জিতে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রেখেছে টিম ইন্ডিয়া। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে একেবারে ধরাশায়ী অস্ট্রেলিয়া। এবার পয়লা মার্চ ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্টে জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবেন রোহিত শর্মা-রা। সঙ্গে সরকারীভাবে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই শীর্ষে উঠে যাবে টিম ইন্ডিয়া। তবে ইন্দোর টেস্টের আগে তিনদিনের ছুটিতে যে যার বাড়ি ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা।

শুক্রবার একেবারে সরাসরি ইন্দোরে পৌঁছে যাওয়ার কথা রোহিত শর্মা, বিরাট কোহলিদের। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফেরে তরতাজা হয়ে ইন্দোরে অজিদের উড়িয়ে দেওয়ার স্ট্র্য়াটেজিই নিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। আরও পড়ুন-এবার কি আইপিএলে শেষবার দেখা যাবে ধোনিকে, বড় কথা জানাল সিএসকে

দেখুন টুইট

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও পরিবারিরক কারণে দেশে ফিরে গিয়েছেন। সঙ্গে দেশে চলে গিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জোস হ্যাজেলউড ও তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।