Akash Deep. (Photo Credits: X)

ENG vs IND 2nd Test Day 4: শেষের দিকে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে এজবাস্টেন টেস্ট হাতের মুঠোয় টিম ইন্ডিয়ার। পাঁচ ম্যাচের টেস্টে সিরিজে সমতায় ফিরতে কাল, রবিবার সিরিজের দ্বিতীয় টেস্টের শেষ দিনে শুভমন গিলদের চাই আর ৭টি উইকেট। সেখানে জয়ের আশা থেকে ছিটকে যাওয়া ইংল্যান্ডের চাই ৫৩৬ রান। এখান থেকে ইংল্য়ান্ডের হার বাঁচাতে পারে অবিশ্বাস্য কোনও ইনিংস আর বৃষ্টি। ক্রিজে আছেন ওলি পোপ (২৪) ও হ্যারি ব্রুক (১৫)। জয়ের জন্য ৬০৮ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ১৬ ওভার ব্যাট করে ইংল্য়ান্ডের স্কোর ৩ উইকেটে ৭২ রান। তার আগে টিম ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৬ উইকেটে ৪২৭ রানে। দুই ইনিংস মিলিয়ে ১৬টি উইকেট খুইয়ে টিম ইন্ডিয়া করে মোট ১০১৪ রান। এজবাস্টন টেস্টে অধিনায়ক গিল প্রথম ইনিংস ডবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি সহ করেন মোট ৪৩০ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে গিলই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি একটা টেস্টে ৪০০ রান করলেন।

বিশ্বমানের ডেলিভারিতে রুটকে বোল্ড করেন আকাশদীপ

 

শেষ দিনে টিম ইন্ডিয়ার চাই ৭ উইকেট, ইংল্য়ান্ডের ওভার প্রতি প্রায় ৬ রান

এদিন দিনের খেলার শেষের দিকে অবিশ্বাস্য দুটি ডেলিভারিতে ওপেনার বেন ডাকেট (২৫) ও ইংল্য়ান্ডের সেরা ব্যাটার জো রুট (৬)-কে আউট করেন আকাশদীপ। রুটকে যে ডেলিভারিতে আকাশদীপ আউট করেন তা বছরের সেরা বলা যায়। এদিন ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন মহম্মদ সিরাজ। জ্য়াক ক্রাউল (০)-কে আউট করে চলতি টেস্টে তাঁর ষষ্ঠ উইকেটটি নেন সিরাজ। দিনের শেষে আকাশদীপের বোলিং হিসেব ৮ ওভার বল করে ৩৬ রানে ২টি উইকেট আর ৬ ওভার বল করে সিরাজ ১ উইকেট নিয়েছেন ২৯ রান দিয়ে।

এক নজরে চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড

৬টি উইকেট নিয়েছেন সিরাজ, ৬টি আকাশদীপ

বুমরার অভাব কিছুতেই বুঝতে দিচ্ছেন না বাংলা থেকে জাতীয় দলে খেলা পেসার আকাশদীপ। এখনও পর্যন্ত এজবাস্টন টেস্টে ইংল্যান্ড মোট ১৩টি উইকেট খুইয়েছে, তার মধ্যে সিরাজ আর আকাশদীপ নিয়েছেন ১২টি-সিরাজ ৬টি, আকাশদীপ ৬টি।

গিলের নজির

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ রানের পর, এবার গিল দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে করলেন ১৬১ রান। দুই ইনিংস মিলিয়ে ভারত অধিনায়কের রান হল ৪৩০ রান। শনিবার এজবাস্টেন টেস্টের ইংল্যান্ডের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দেড়শো প্লাস রান করলেন অধিনায়ক গিল। টেস্টে গিলের এটি অষ্টম সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ১৭টি। ২৫ বছর বয়স হওয়ার আগে ভারতীয়দের মধ্যে এতগুলি সেঞ্চুরি আছে শুধু সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির। গিলের অনবদ্য সেঞ্চুরি, ঋষভ পন্থের দারুণ ৬৫ ও জাদেজার হাফ সেঞ্চুরিতে ভর করে ভারতের লিড ৬০০ ছাড়িয়ে গেল।