Team India. (Photo Credits: Twitter/ICC)

দুবাই,২১ ফেব্রুয়ারি: আইপিএলের দেশ এখন কুড়ি-কুড়ি ফর্ম্যাটে বাইশ গজের দুনিয়ায় সিংহাসনে। ক্যারিবিয়ানদের ৩-০ টি টোয়েন্টি সিরিজে (T20 Series) হারিয়ে আইসিসি (ICC) -র ক্রমতালিকায় শীর্ষে উঠে এল টিম ইন্ডিয়া (T eam India)। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ইংল্যান্ডকে পিছনে ফেলে রোহিত শর্মা-র দল এক নম্বর উঠল। অন্যদিকে, ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সাত নম্বরে থাকল।

ICC টি টোয়েন্টি Ranking-এ তিনে পাকিস্তান। এই ফর্ম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে ৬ নম্বরে। শ্রীলঙ্কার পিছনে দশ নম্বরে আছে বাংলাদেশ। আরও পড়ুন: আজ পুরো বাংলায় দিন কাটাবে কেকেআর

দেখুন টুইট

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপে। বিশ্বকাপের বছরের শুরুর দিকে এই ফরম্যাটে সিংহাসনে উঠে মানসিক দিক থেকে তৃপ্ত থাকবেন রাহুল দ্রাবিড়-রোহিত শর্মারা।