লন্ডন, ২৬ অগাস্ট: ইংল্যান্ড ফুটবলের 'ড্রিম টিম'-এর কোচ স্কেন গোরান এরিকসন (Sven Göran Eriksson) প্রয়াত হলেন। তিনিই ছিলেন ইংল্যান্ডের প্রথম বিদেশী কোচ। ৭৬ বছর বয়েসে প্রয়াত হলেন সুইডিশ কোচ। ২০০১-১২, মোট ১১ বছর ইংল্যান্ড জাতীয় দলের কোচ ছিলেন এরিকসন। এরিকসন তিনটি বিশ্বকাপে ইংল্যান্ডের জাতীয় দলের কোচিং করিয়ে ছিলেন। তার মধ্যে ২০০২ দক্ষিণ কোরিয়া-জাপান ফিফা বিশ্বকাপ ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কোচিং করিয়ে গোটা দুনিয়ার নজরে এসেছিলেন এরিকসন।
সেই বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডে বেকহ্যাম ছাড়াও ছিলেন অ্যাসলে কোল, রিও ফার্দিনান্দ, সোল ক্যাম্পবেল, পল স্কোলস, মাইকেল আওয়েন, জো কোলের মত তারকা ফুটবলাররা। সেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে গ্রুপ লিগ থেকে ছিটকে দিয়েছল এরিকসনের দল। তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে দারুণ খেলেও ব্রাজিলের কাছে ১-২ গোলে হারতে হয় রোনাল্ডিনহোর সেই বিশ্ববিখ্যাত ফ্রি-কিকের জন্য।
প্রয়াত স্কেন গোরান এরিকসন
Former England manager Sven-Goran Eriksson has died at the age of 76. pic.twitter.com/hYxfSeBDvy
— Sky Sports Football (@SkyFootball) August 26, 2024
২০০৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল এরিকসনের ইংল্যান্ড। এরপর ২০১০ বিশ্বকাপে জার্মানির কাছে প্রি কোয়ার্টার ফাইনালে ১-৪ মহালজ্জার হারের মুখে পড়তে হয় এরিকসনের ইংল্যান্ড-কে। ২০১২ ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হতাশার হারের পর পদত্যাগ করেছিলেন এরিকসন।