টানা খেলে যাওয়া, সামনে বিশ্বকাপের কথা ভেবে বিশ্রাম দেওয়া হচ্ছে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শুবমন গিলকে। আর হার্দিকের অনুপস্থিতিতে আগামী মাসে হতে চলা আয়ারল্যান্ডে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দিতে পারেন সূর্যকুমার যাদব। হার্দিকের দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ হয়ে গেলেই ১৮ অগাস্ট থেকে আইরিশদের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে খেলবে টিম ইন্ডিয়া।
আয়ারল্য়ান্ডে সূর্যকুমারের নেতৃত্বে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে বোর্ড। এশিয়ান গেমসে সুযোগ পাওয়া বেশ কয়েকজনকে আয়ারল্যান্ডে পাঠানো হবে। ঋতুরাজ গায়কোয়েড়, রিঙ্কু সিং-দের আয়ারল্যান্ডে পাঠানো হতে পারে। প্রসঙ্গত, চিনে হতে চলা এশিয়ান গেমসে সেপ্টেম্বরে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। সেই সময় টিম ইন্ডিয়ার মূল দল রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপে খেলবে। বিশ্বকাপের আগে এশিয়া কাপে খেলতে দেখা যাবে রোহিতদের। আয়ারল্যান্ড সফরের ঠিক পরেই ২ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপে খেলবে ভারত। আরও পড়ুন-৭৬ তম আন্তর্জাতিক শতকের সঙ্গে বিরাটের ঝুলিতে এল যে যে রেকর্ড
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকায় হতে চলা টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের সুযোগ দেওয়া হবে আয়ারল্যান্ডে। আগামী বছর টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা-বিরাট কোহলিদের মত সিনিয়রদের না খেলানোর কথা শোনা যাচ্ছে। রোহিত, বিরাটদের অনুপস্থিতিতে টি-২০ আন্তর্জাতিকে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ম্যাচ উইনার হতে চলেছেন সূর্যকুমার যাদব-ই।