Team India:অভিষেকে রবির আলোয় ইডেনে সূর্যোদয় টিম ইন্ডিয়ার, সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিতরা
Surya Kumar Yadav. (Photo Credits: Twitter/ICC)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দুরন্ত জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত এগিয়ে গেল ১-০। সিরিজের দ্বিতীয় ম্যাচ এই ইডেনেই  শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি।  বুধবার প্রথম টি-২০তে ক্যারিবিয়ানদের ৬ উইকেটে হারাল ভারত। ১৭ রানে ২ উইকেটে নিয়ে ইডেনে ম্যাচের সেরা প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামা  স্পিনার রাজস্থানে  রবী বৈষ্ণুই। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৫৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে ৪ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

রান তাড়া করতে নেমে ১১৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত, সেখান থেকে সূর্যকুমার যাদব-ভেঙ্কটেশ আইয়ার পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনেন। সূর্যকুমার যাদব ১৮ বলে করেন অপরাজিত ৩৪ রান। নাইট রাইডার্স তারকা ভেঙ্কটেশ আইয়ার ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। আরও পড়ুন: আন্তর্জাতিক টি-২০তে এখন ইনি এক নম্বর বোলার, অথচ আইপিল নিলামে অবিক্রিত

দেখুন টুইট

শুরুটা দারুণ করেন দুই ওপেনার রোহিত শর্মা-ই শান কিষাণ। রোহিত তিনটি ওভার বাউন্ডারি, ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে করেন ৪০ রান করেন। রোহিত-ইশানকে আউট করেন ক্যারিবিয়ান স্পিনার রোস্টন চেজ। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেও ১৭ রানে আউট হন বিরাট কোহলি। ঋষভ পন্থ (৮) তেমন কিছু করতে পারেননি।

দেখুন টুইট

এর আগে ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানের ৪৩ বলে ৬১ রানের সৌজন্যে লড়ার মত ইনিংস গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রান গড়া হয়নি ক্যারিবিয়ানদের। আইপিএলের বিগ বস কায়রন পোলার্ড অনেকটা পিছনের দিকে নেমে ১৯ বলে ২৪ রান করে দলের রান দেড়শো টপকে দেন। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে অভিষেক ম্যাচে ইডেনে আলো ছড়ালেন রবী বৈষ্ণুই। গুজরাটের পেসার হর্ষল প্যাটেল ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট।