ICC T20 World Cup trophy (Photo credit: Twitter)

দুবাই, ১৬ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক টি টোয়েন্টি (ICC Men's T20I Rankings)- তে বোলারদের Ranking-এ নতুন এক নম্বরকে পেল ক্রিকেটবিশ্ব। আইসিসি-র সদ্য প্রকাশিত টি-২০ Ranking-এ বোলারদের ক্রমতালিকায় শীর্ষে থাকলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি (Tabraiz Samsi)। অথচ ক দিন আগে বেঙ্গালুরুতে হওয়া আইপিএলের নিলামে কেউ কিনতে আগ্রহ দেখায়নি শামসিকে। কে জানে, এই Ranking-তালিকাটা আইপিএল নিলামের আগে হলে কত কোটিতে বিক্রি হতেন শামসি। আইপিএল নিলামের সময় আইসিসি টি-২০ Ranking-এ শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা।

হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটিতে বেঙ্গালুরু কেনে। অথচ নিলামে সামসির নাম এলে কেউই কিনতে চায়নি। শামসির বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। মানে আন্তর্জাতিক ক্রিকেটে সফল বোলার হলেও দাম খুব একটা বেশি ছিল না। তবু তিনি নিলামে ব্রাত্য হয়েই থাকেন। আরও পড়ুন:  সরাসরি দেখুন ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০

দেখুন আইসিসি-র টুইট

এর আগে এই তালিকায় শীর্ষে থাকা শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিন নম্বরে নেমে গেলেন। চার ধাপ উঠে এসে দু নম্বরে অস্ট্রেলিয়ার পেসার জোস হ্যাজেলডউ। প্রথম দশে কোনও ভারতীয় বোলার না থাকলেও আছেন আফগানিস্তানের দু জন-রশিদ খান (৬), মুজিব উর রহমান (৭)।

টি-২০-তে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দু নম্বরে পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ান। এক ধাপ নেমে লোকেশ রাহুল আছেন ৪ নম্বরে। বিরাট কোহলি আছেন দশে। কুড়ির ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের মহম্মদ নবি। দু নম্বরে বাংলাদেশের তারকা সাকিব আল হাসান। আইপিএলের নিলামে মহম্মদ নবিকে কেনে কলকাতা নাইট রাইডার্স।