Haris Rauf and Suryakumar Yadav. (Photo Credits:X)

Suryakumar Yadav, Haris Rauf Fined: চলতি এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের বিতর্কিত আচরণ, অঙ্গভঙ্গি নিয়ে তেমন কোনও বড় পদক্ষেপ নিল না আইসিসি (ICC)। উল্টে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ওপর জরিমানার শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গত রবিবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শদের অশ্লীল অঙ্গভঙ্গি কাণ্ডে পাকিস্তানের পেসার হ্য়ারিস রউফ-কে ম্য়াচ পারিশ্রমিকের ৩০ শতাংশ টাকা জরিমানা করল আইসিসি। অন্যদিকে, গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয়ের পর আইসিসি-র নিয়ম বিরোধী কিছু কথা বলায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সাজা হল না সাহিবজাদা ফারহানের

তবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার আনন্দে গ্যালারির দিকে উদ্দেশ্য করে ব্যাটকে বন্দুকের মত উঁচু করে ধরে রাখার ঘটনায় কোনওরকম জরিমানা করা হয়নি পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে। পাক ওপেনারকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। হ্য়ারিস রউফকে আর্থিক জরিমানার পাশাপাশি আগামী দিনে এমন আচরণ করলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে সতর্ক করেছে আইসিসি। অন্যদিকে, ভবিষ্যতে ক্রিকেট মাঠে রাজনৈতিক বার্তা না দেওয়ার কথা ভারত অধিনায়ক সূর্যকুমারকে বলা হয়েছে। 

দেখুন খবরটি

AK-47 সেলিব্রেশন ফারহানের

গত রবিবার এশিয়া কাপে সুপার ফোরে হাফ সেঞ্চুরির করার পর আনন্দে AK-47 বন্দুকের আদলে ব্যাট ধরে গ্য়ালারির দিকে তাক করেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। অন্যদিকে, মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি করেন পাক পেসার হ্যারিস রউফ। পহেলগাম জঙ্গি হামলা, অপারেশন সিঁদুর, দুই দেশের মধ্য়ে যুদ্ধের আবহের পর এই প্রথম বাইশ গজে এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দেশ। তাই ফারহান, রউফদের অঙ্গভঙ্গির বিতর্কিত বিষয়টি আরও বাইশ জরে দুনিয়ার বাইরেও গুরুত্ব পেয়ে যায়।

দেখুন কী কারণে শাস্তি হল হ্যারিস রউফের

কী দাবি বিসিসিআইয়ের

এই কারণে সাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায় আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করে। তবে পাকিস্তানের ক্রিকেটার সাহিবজাদা ফারহান আইসিসি’র শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

শুনানিতে নিজের পক্ষে তিনি কয়েকটি যুক্তি তুলে ধরেন, সেগুলি হল-১) ফারহানের বক্তব্য, তার উদযাপন কোনওভাবেই রাজনৈতিক ইঙ্গিত ছিল না।

কী দাবি ফারহানের

উদাহরণ হিসেবে ফারহান বলেন, অতীতে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকেও মাঠে ‘গান অ্যাকশন’ (ব্য়াটকে বন্দুকের মত করে ধরে) করে উদযাপন বা সেলিব্রেট করতে দেখা গিয়েছে। ফারহান আরও জানান, তিনি একজন পাঠান এবং তার অঞ্চলে বন্দুক ও বন্দুকসদৃশ উদযাপন সাংস্কৃতিকভাবে প্রচলিত। বিয়ের সময় সেখানে ফাঁকা গুলি ছোঁড়া একেবারেই সাধারণ রীতি। ফারহান স্পষ্টভাবে জানান তিনি কোনও রাজনৈতিক বার্তা দেননি; বরং নিজের সংস্কৃতিগত অভ্যাস অনুযায়ী স্রেফ আনন্দ প্রকাশ করেছিলেন।