দোহা, ৮ জুন: ভারত অধিনায়কের মুকুটে আরও এক বড় পালক। খোদ আর্জেন্টিনা তথা বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসিকেও (Lionel Messi) টপকে আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা হলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সোমবার বিশ্বকাপ ও এশিয়া কাপের যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে একদিকে যেমন ভারতকে ১১ ম্যাচ পর জয় এনে দিলেন, অন্যদিকে তেমন টপকে গেলেন মেসিকেও। আরও পড়ুন: সুনীলের জোড়া গোলে জয়ের অভিষেক, বাংলাদেশকে হারিয়ে ১১ ম্যাচ পর আন্তর্জাতিক ম্যাচে জয় ভারতের
আন্তর্জাতিক ম্যাচে সর্বকালের সর্বাধিক গোলদাতাদের তালিকায় সুনীল ছেত্রী (৭৪টি গোল)-র আগে এখন শুধু পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০৩টি গোল)। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ম্যাচে মেসি ও ছেত্রীর গোলসংখ্যা সমান ছিল। গতকাল জোড়া গোল করায় ছেত্রী মেসির পাশাপাশি টপকে গেলেন সংযুক্ত আরব আমিরশাহি-র আলি মাবখাউতকেও (৭৩টি গোল)। তবে যেহেতু ভারত আর বিশ্বকাপের যোগ্যতাপর্বের লড়াইয়ে নেই, তাই সুনীলের সামনে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ তেমন নেই। যা মেসি, রোনাল্ডোদের সামনে থাকছে। তবে এটা যে ভারতীয় ফুটবলের পক্ষে দারুণ স্মরণীয় এক রেকর্ড সেটা বলাই যায়।
বিশ্বকাপের যোগ্যতাপর্বে (FIFA World Cup 2022 Qualifier) অবশেষে জয়ের খোঁজ পায় ভারত (Indian National Football Team)। যোগ্যতানির্ণায়ক পর্বে গ্রুপের সপ্তম ম্যাচে এসে জয়ের সপ্তম স্বর্গে পৌঁছনোর স্বাদ পেলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)-রা। দোহায় ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত আটকে থেকেও সুনীল ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশকে হারায় ভারত। সেই সঙ্গে ১১টা আন্তর্জাতিক ম্যাচ খেলার পর অবশেষে জয়ের মুখ দেখে ভারতীয় ফুটবল দল। শেষ ম্যাচে ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।