বিগ ব্যাশ টি-২০ (BB T20) লিগে অবিশ্বাস্য ফর্মে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। টানা দুটো টি-২০ ম্যাচে সেঞ্চুরি করে চমকে দিলেন স্মিথ। শনিবার বিগ ব্যাশে সিডনি ডার্বিতে স্মিথ ৬৬ বলে ১২৫ রানে অপরাজিত থাকলেন। মারলেন ৯টি ওভার বাউন্ডারি, ৫টি বাউন্ডারি। সিডনি থান্ডার্সের বিরুদ্ধে এই ইনিংসে সিডনি সিক্সার্সের হয়ে খেলা স্মিথের স্ট্রাইক রেট ১৮৯।
টেস্ট, ওয়ানডে-তে মহাতারকার স্বীকৃতি পেলেও টি-২০-তে স্মিথকে তেমন দরের ক্রিকেটার মনে করা হয় না। এবার আইপিএলেও কেউ কিনতে রাজি হননি তাঁকে। কিন্তু বিবিএলে টানা দুটো ম্যাচে এমন ইনিংস খেললেন স্মিথ, তাতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা হাত কামড়াতে পারে। সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে ফুরিয়ে যাননি তা আবারও প্রমাণ করলেন। চলতি বছর টি-২০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। সব কিছুরই যেন এবারের বিগ ব্যাশে জবাব দিচ্ছেন ৩৩ বছরের তারকা ব্যাটার। আরও পড়ুন-সরাসরি দেখুন এটিকে মোহনবাগান ম্যাচ
দেখুন টুইট
Steve Smith's Hundreds in BBL:
•1st hundred came in 56 balls.
•2nd hundred came in 56 balls.
•1st hundred completed with a SIX.
•2nd Hundred completed with a SIX.
Incredible, Smith! pic.twitter.com/8xADWdeXpD
— CricketMAN2 (@ImTanujSingh) January 21, 2023
বুধবার বিবিএলে অ্যাডিলেড স্টাইকার্সের বিরুদ্ধে সিডনি সিক্সারের হয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিনও ঠিক ৫৬ বলে সেঞ্চুরি করলেন স্মিথ। সেই ম্যাচেও ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেছিলেন, এদিনও তাই করলেন। অ্যাডিলেডের বিরুদ্ধে স্মিথ টি-২০-তে তাঁর প্রথম সেঞ্চুরি পূর্ণ করার পর ১০১ রান করে রান আউট হয়েছিলেন।