সিডনি, ১১ জানুয়ারি: দেশের টেস্ট অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন হতে চলেছে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথের (Steve Smith)। আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্যাট কামিন্স বিশ্রাম নেওয়ায় তাঁর পরিবর্তে দেশকে নেতৃত্বে দেবেন স্মিথ। আর অ শনিবার সিডনিতে বিগ ব্যাশ টি-২০ লিগে ৫৮ বলে সেঞ্চুরি করলেন সিডনি সিক্সার্সের তারকা ওপেনার স্মিথ। পারথ স্কোচার্সের বিরুদ্ধে এই ম্যাচে শেষ পর্যন্ত ৬৪ বলে ১২১ রানে অপরাজিত থাকেন অজি তারকা ব্যাটার।
৭টি ওভার বাউন্ডারি, ১০টি বাউন্ডারি হাঁকালেন স্মিথ
ম্যাচ সেরা স্মিথের অবিশ্বাস্য ইনিংসে সিডনি সিক্সার্স ১৪ রানে হারায় পারথকে। এদিন স্মিথ মোট ৭টি ওভার বাউন্ডারি ও ১০টি বাউন্ডারি মারেন। ক মাস আগে আইপিএলের মেগা নিলামে কেউ কিনতে চাননি স্মিথকে। এই বিস্ফোরক ইনিংস দেখার পর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তারা যে আফশোস করবেন সেটা জানা কথা।
দেখুন দুরন্ত সেঞ্চুরি স্মিথের
100 FOR STEVE SMITH!
That's his third BBL hundred, and he's done this one off just 58 balls 👏 #BBL14 pic.twitter.com/K6iqJ7HmYN
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
৬৪ বলে অপরাজিত ১২১ স্মিথের
Steve Smith is something else 😲
Here's all the highlights from his 121* off 64 balls. #BBL14 pic.twitter.com/MTo82oWAv1
— KFC Big Bash League (@BBL) January 11, 2025
বিবিএলের ইতিহাসে রেকর্ড ৩ বার সেঞ্চুরি
বিবিএল-র ইতিহাসে সর্বাধিকবার সেঞ্চুরি করার রেকর্ডও গড়লেন স্মিথ (৩ বার)। স্মিথ ছাড়া বিগ ব্যাশে ৩টি সেঞ্চুরির নজির আছেন শুধু হোবার্ট হ্যারিকেনসের বেন ম্যাকডরমেটের। চলতি মরসুমে এই প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। গত বছর টি-২০ বিশ্বকাপে স্মিথকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া। দীর্ঘদিন আন্তর্জাতিক টি-২০ খেলছেন না। এরপরেও কুড়ির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে স্মিথের মোট ৫টি সেঞ্চুরি হয়ে গেল।
টেস্টে ৯ হাজার ৯৯৯ রানে দাঁড়িয়ে স্মিথ
বিবিএলে আর দুটি ম্যাচ খেলেই শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবেন স্মিথ। আর এক রান করলেই টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। চলতি বছর জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় তুরুপের তাস হতে চলেছেন তিনি।