রাস্তা আটকে মদ্যপ যুবকদের নাচানাচি, রাস্তা আটকে মিউজিক সিস্টেম তারস্বরে বাজানো। আর তার জেরেই বর্ধমান নবদ্বীপ রোডে হয়েছিল যানজট। পুলিশ শান্তিপূর্ণভাবে তাঁদের সরে যেতে বললেও তাতে তা কর্ণপাত করেন না। উল্টে পুলিশকর্মীদের ওপর ইট, পাথর ছুড়ে হামলা চালানো হয়। আর তাতেই গুরুতর জখম হলেন এক কনস্টেবল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) দেওয়ান দিঘি থানা এলাকায় কুরমুন গ্রামের লাগোয়া বর্ধমান নবদ্বীপ রোডের ওপর। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। আহত পুলিশকর্মী ভর্তি হাসপাতালে।

পিকনিক পার্টির সঙ্গে পুলিশের ঝামেলার কারণ

জানা যাচ্ছে, কুরমুন গ্রামের তালবোনা কালিতলা এলাকার কয়েকজন যুবক পিকনিক করতে গিয়েছিল। ফেরার পথে আচমকাই রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দেয়। তারপর গাড়িতে থাকা মিউজিক সিস্টেম, ডিজে বক্স চালিয়ে দেয়। আর গান বাজিয়ে রাস্তার মাঝেই নাচানাচি শুরু করে তাঁরা। আর তাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশের মোবাইল ভ্যান পৌঁছায়। তাঁরা পিকনিক পার্টির সঙ্গে কথা বলে গান থামিয়ে গ্রামে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু ওই যুবকরা তাতে কান দেয় না।

আহত পুলিশকর্মী

অভিযোগ, দুপক্ষে বচসার কারণে উত্তপ্ত হয় পরিস্থিতি। এর মাঝেই যুবকরা আচমকা ইট, পাথর দিয়ে হামলা চালায়। আর তাতেই আহত হন কনস্টেবল গঙ্গাপ্রসাদ চট্টোপাধ্যায়। তাঁর কপাল ও নাকে চোট লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ৯ যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।