Australian Open 2022: অস্ট্রেলিয়ায় গ্রিস সভ্যতার ছাপ রেখে সেমিতে সিসিপাস
Stefanos Tsitsipas. (Photo Credits: Twitter)

মেলবোর্ন, ২৬ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) সেমিফাইনালে উঠলেন গ্রিসের স্টেফানোস সিসিপাস (Stefanos Tsitsipas)। কোয়ার্টার ফাইনালে ইতালি জান্নিক সেননার (Jannik Sinner)কে স্ট্রেট সেটে হারিয়ে জেতেন সিসিপাস। ২ ঘণ্টা ৬ মিনিটের লড়াই গ্রিসের সিসিপাস জিতলেন ৬-৩, ৬-৪, ৬-২। সেমিফাইনালে সিসিপাস খেলবেন শেষ আটের ম্যাচে রাশিয়ার ড্যানিল মেদভেদেভ বনাম ফেলিক্স আগুয়ের আলিয়ামির জয়ীর বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে রাফায়েল নাদাল বনাম মাতেও বারেত্তিনির বিরুদ্ধে।

দেখুন টুইট

মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আমেরিকার মেডিসন কি-র বিরুদ্ধে খেলবেন ফেভারিট তথা শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির বিরুদ্ধে। শেষ চারে আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কলিন্সের বিরুদ্ধে খেলবেন সোয়াইটেক। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলিন্স ৭-৫, ৬-১ -কে হারান আলিজে করনেট। আরও পড়ুন: জন্টি রোডসকে কেন চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিকে, একেবারে রাফায়েল নাদালের কায়দাতেই কোয়ার্টার ফাইনালে জেতেন শেষ চারে তাঁর প্রতিপক্ষ ইতালির মাতেও বারেত্তিনি। শেষ আটের ম্যাচে ফ্রান্সের অভিজ্ঞ মনফিঁসের বিরুদ্ধে প্রথম দুটি সেটে ৬-৪, ৬-৪ জিতে নিশ্চিত ম্যাচ বের করার জায়গায় ছিলেন। কিন্তু সেখান থেকে মনফিঁস ৬-৩, ৬-৩ পরের দুটি সেট জিতে ম্যাচ জমিয়ে দেন।

তবে পঞ্চম তথা নির্ণায়ক সেটে ৬-২ জিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন বারেত্তিনি। গত বছর এই বারেত্তিনিই উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন। এবার প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে উঠলেন বারেত্তিনি।