Bangladesh in Asia Cup 2025 Super 4: এশিয়া কাপে গ্রুপ বি-র শেষ ম্যাচে আফগানিস্তান (Afghanistan)-কে ৬ উইকেটে হারিয়ে সুপার ফেরে উঠল শ্রীলঙ্কা (Sri Lanka)। গ্রুপ বি-তে সব কটা ম্যাচে জিতে সেরা চারের রাউন্ডে উঠল চারিথ আসালাঙ্কার দল। অন্যদিকে, হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠলেন লিটন দাস (Liton Das)-রা। ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে তারকা বোঝাই আফগান দল হতাশজনক পারফরম্যান্স করে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে হেরে গ্রুপ লিগ থেকেই বিদায় নিল। রশিদ খানদের নিয়ে অনেক আশা থাকলেও পুরো টুর্নামেন্টে খারাপ খেলে, টানা দুটো ম্য়াচে হেরে বিদায় নিয়ে দেশের জার্সিতে আফগানদের পারফরম্যান্স বড় প্রশ্ন তুলে দিল। এদিন আবুধাবিতে কুশল মেন্ডিসদের জয়ের সুবাদে বাংলাদেশও সুপার ফোরে উঠল। আবুধাবিতে এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রান করেছিল আফগানিস্তান। জবাবে সেই রান ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চারিথ আসালাঙ্কা-র দল।
লঙ্কানদের জয়ের নায়ক কুশল মেন্ডিস ও নুয়ান থিশারা
৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতালেন কুশল মেন্ডিস। ১৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে লঙ্কান জয়ে বড় ভূমিকা রাখলেন নুয়ান থুশারা। রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু কুশল পেরার (২০ বলে ২৮), কামিন্দু মেন্ডিস (১৩ বলে ২৬ অপারজিত)-দের নিয়ে ম্যাচ অনায়াসে বের করে নেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা জয়ের রান পৌঁছতেই গোটা বাংলাদেশ সুপার ফোরে ওঠার আনন্দে লাফিয়ে ওঠে।
সুপার ফোরে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ
Sri Lanka make it three wins on the trot in the Asia Cup with a comfortable win against Afghanistan 💪#SLvAFG 📝: https://t.co/KfSt5cJDJk pic.twitter.com/VOwlGYsx5E
— ICC (@ICC) September 18, 2025
ঢাকার রাস্তায় উচ্ছ্বাস, সুপার ফোরে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বুধবার
ঢাকার রাস্তায় শুরু হয়ে যায় উচ্ছ্বাস। প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে একটা সময় বড় চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে মহম্মদ নবির অবিশ্বাস্য ২২ বলে ৬০ রানের ইনিংস আফগানদের লড়াই করার বড় রসদ জুগিয়েছিল। কিন্তু রশিদ খানদের বোলিং পুরোপুরি হতাশ করে।
সুপার ফোরে ওঠা চারটি দেশ
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান
সুপার ফোরে ভারতের ম্যাচের সূচি
২১ সেপ্টেম্বর, রবিবার- পাকিস্তানের বিরুদ্ধে।
২৪ সেপ্টেম্বর, বুধবার-বাংলাদেশের বিরুদ্ধে।
২৬ সেপ্টেম্বর, শুক্রবার- - শ্রীলঙ্কার বিরুদ্ধে।
(তিনটি ম্যাচই দুবাইয়ে, রাত ৮টা)
সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ-
২০ সেপ্টেম্বর, শনিবার- শ্রীলঙ্কার বিরুদ্ধে।
২৪ সেপ্টেম্বর,বুধবার- ভারতের বিরুদ্ধে।
২৫ সেপ্টেম্বর,বৃহস্পতি- পাকিস্তানের বিরুদ্ধে।
সুপার ফোরে পাকিস্তানের ম্যাচের সূচি-
২১ সেপ্টেম্বর, রবিবার-ভারতের বিরুদ্ধে।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার- শ্রীলঙ্কার বিরুদ্ধে।
২৫ সেপ্টেম্বর, বৃহস্পতি- বাংলাদেশের বিরুদ্ধে।
সুপার ফোরে শ্রীলঙ্কার ম্যাচের সূচি
২০ সেপ্টেম্বর, শনিবার - বাংলাদেশের বিরুদ্ধে।
২৪ সেপ্টেম্বর, বুধবার- পাকিস্তানের বিরুদ্ধে
২৬ সেপ্টেম্বর, শুক্রবার- ভারতের বিরুদ্ধে।
ফাইনাল
২৮ সেপ্টেম্বর, রবিবার- দুবাইয়ে